1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাজ সংগীত

মারুফ আহমদ২০ ডিসেম্বর ২০১২

বিংশ শতাব্দী তো বটেই, ডেভ ব্রুবেক-এর প্রাণবন্ত সংগীত আজও মুগ্ধ করে জ্যাজ সংগীত জগতের শিল্পী ও অনুরাগীদের৷ ৫ই ডিসেম্বর, ৯২তম জন্ম বার্ষিকীর একদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে চির বিদায় নিলেন এই সংগীত মহারথী৷

https://p.dw.com/p/175pA
ছবি: picture alliance/landov

গীতিকার, সুরকার, বাদক ও গায়ক হিসেবে পঞ্চাশ ও ষাটের দশকে ‘দ্য ডেভ ব্রুবেক কোয়ার্টেট' গোষ্ঠী নিয়ে তিনি জয় করেছিলেন বিশ্ব সংগীতের দরবারে এক বিশেষ স্থান৷ ১৯৫৯ সালে এই গোষ্ঠীর ‘টেক ফাইভ' সংগীতটি জ্যাজ সংগীতের ইতিহাসে এক মাইল ফলক হয়ে আছে৷

৪০ দশকের শেষার্ধ থেকেই ডেভ ব্রুবেক ব্যতিক্রমধর্মী অসাধারণ পিয়ানো পরিবেশনার মধ্য দিয়ে জ্যাজ সংগীত জগতে কুড়িয়েছিলেন বিপুল জনপ্রিয়তা৷ তাৎক্ষণিক সংগীত সংযোজনা এবং সেই সাথে তাঁর স্বতঃস্ফূর্ততা মুগ্ধ করেছিল অসংখ্য জ্যাজ অনুরাগীদের৷

Week 51/12 LS 4 Music - Dave Brubeck - MP3-Mono

ডেভ ব্রুবেক-এর জন্ম ৬ই ডিসেম্বর ১৯২০ সালে অ্যামেরিকার সান ফ্রান্সিসকো শহরে৷ মা ছিলেন পিয়ানো বাদক৷ তাই মায়ের কাছে খুব ছোটবেলা থেকেই পিয়ানোতে তাঁর হাতেখড়ি৷ ১৯৪২ সালে সেনাবাহিনীতে যোগ দিতে হয় তাঁকে৷ সেখানে একটি অনুষ্ঠানে পিয়ানো পরিবেশনার পর থেকে সেনাবাহিনীতে বাদক হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন তিনি৷ সেনাবাহিনী থেকে ফিরে এসে সান ফ্রান্সিসকো'র মিলস কলেজে সংগীত শিক্ষা শেষ করার পর, একটি রেকর্ড কোম্পানির সঙ্গে কাজ শুরু করেন ডেভ৷ বেশ কিছু একক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন৷ এরপর ১৯৫১ সালে তিনি গঠন করেন নিজ ‘দ্য ডেভ ব্রুবেক কোয়ার্টেট' গোষ্ঠী৷  

জ্যাজ সংগীতের বিভিন্ন ধারায় অসাধারণ প্রভাব বিস্তার করতে পেরেছিলেন ডেভ ব্রুবেক৷ পাশ্চাত্যের ধ্রুপদী থেকে শুরু করে প্রাচ্যের লোক সংগীতের প্রভাব মিশেছে তাঁর সংগীতে৷ তাঁর সংগীত স্পষ্ট স্বকীয়তায় স্বতন্ত্র৷ ছ'টি বিশ্ববিদ্যালয় সংগীতে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানসূচক ডক্টর উপাধি প্রদান করে৷ এছাড়াও গ্র্যামি সহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন জ্যাজ সংগীতের প্রতীক পুরুষ ডেভ ব্রুবেক৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য