পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ালেন শলৎস
১৮ অক্টোবর ২০২২সোমবার জোট সরকারে মতানৈক্য সত্ত্বেও তিনি জার্মানির অবশিষ্ট তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন৷
এ সময় অর্থনীতি, পরিবেশ এবং অর্থ মন্ত্রণালয়কে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখতে আইন সংস্কারের অনুরোধও জানান জার্মান চ্যান্সেলর৷ এক বিবৃতিতে শলৎস বলেন, ‘‘আইন এমন করা হবে যাতে ইসরা-২, নেকারভেস্টহাইম-২ এবং এমসলান্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ৩১ ডিসেম্বর ২০২২ ছাড়িয়ে ১৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারে৷''
আগে ২০২২ সালের মধ্যে দেশের সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল জার্মানি৷ কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় জোট সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেয়৷
গত শুক্রবার মুক্তগণতন্ত্রী, অর্থাৎ এফডিপি ২০২৪ সাল পর্যন্ত সবগুলো বিদ্যুৎ কেন্দ্র খোলা রেখে পরিস্থিতি সামাল দেয়ার প্রস্তাব দিয়েছিল৷ তবে ওলাফ শলৎসের নেতৃত্বাধীন জোট সরকারের আরেক শরিক সবুজ দল চেয়েছিল উত্তর-পশ্চিমাঞ্চলের এমসলান্ড জেলার বিদ্যুৎকেন্দ্রটি আসছে ডিসেম্বরে বন্ধ করে বাকি দুটি ২০২৩-এর এপ্রিল পর্যন্ত চালু রাখতে৷ কিন্তু এফডিপির প্রস্তাব অনুযায়ী তিনটি বিদ্যুৎ কেন্দ্র ২০২৪ সাল পর্যন্ত চালু না রেখে শলৎস সেগুলো ২০২২-এর এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেন৷
জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থনীতিমন্ত্রী ও গ্রিন পার্টির নেতা রবার্ট হাবেক জানান শলৎস মন্ত্রী পরিষদের একাংশের প্রস্তাব অগ্রাহ্য করে যে সিদ্ধান্ত নিলেন তিনি তা মেনে নিয়েছেন৷ অর্থমন্ত্রী এবং এফডিপি নেত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার অবশ্য শলৎসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷তবে গ্রিন পার্টির আরেক নেতা রিকার্ডা লাং তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন৷ তিনি বলেন, গ্রিড স্থিতিশীল রাখতে এমসলান্ডের বিদ্যুৎ কেন্দ্রের দরকার পড়ে না, তাই ওটা এপ্রিল পর্যন্ত চালু রাখা মোটেই অপরিহার্য ছিল না৷
(এসিবি/ কেএম) (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)