1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেল হত্যা মামলার রায়ে মিশ্র প্রতিক্রিয়া

মাসকাওয়াথ আহসান২১ অক্টোবর ২০০৪

২০ অক্টোবর বাংলাদেশে ঘোষিত বিতর্কিত জেল হত্যা মামলার রায় নিয়ে নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে৷ বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ঐ মামলার রায় প্রত্যাখ্যান করে বলেছেন এই রায়ে স্বীকৃত খুনীদের রক্ষার চেষ্টা করা হয়েছে৷ তিনি এই রায় কে সরকার ঘোষিত রায় বলে অভিহিত করেছেন৷

https://p.dw.com/p/DPzV

এই রায়ে পলাতক তিন আসামীকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে৷১২জন সাবেক সামরিক কর্মকর্তাকে যাবজজীবন কারাদন্ডে দন্ডিত করা হয়েছে৷৫জন বেকসুর খালাস পেয়েছেন৷ তারা সবাই ক্ষমতাসীন সরকারের আশীর্বাদ পুষ্ট বলে মন্তব্য করেছেন জেল হত্যায় নিহত নেতাদের আত্মীয়স্বজন৷

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার নির্মমভাবে হত্যা করা হয় চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ,এম মনসুর আলী এবং কামরুজ্জামানকে৷
পরদিন ৪নভেম্বর এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়৷ এরপর প্রায় দুই দশক মামলাটিকে নিষ্ক্রিয় করে রাখা হয়৷

২০০১ সালের ১২ এপ্রিল তত্ কালীন আওয়ামী লীগ সরকার মামলাটি পুনরুজ্জীবিত করে৷
সম্প্রতি বিচারকের অসুস্হতা ও আসামীপক্ষের একটি আবেদনের প্রেক্ষিতে দুবার মামলার রায় ঘোষণার তারিখ পরিবর্তনের পর অবশেষে রায় ঘোষিত হলো৷
পর্যবেক্ষকদের ধারণা জেল হত্যা মামলার রায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে৷