জুতার জন্য ছয় বছরের অপেক্ষায় জার্মান সেনাবাহিনী
২৯ আগস্ট ২০১৯বিশ্বের যে কোনো উন্নত সামরিক বাহিনীর ন্যূনতম প্রয়োজনগুলির একটি সামরিক পোশাক, যার মধ্যে যুদ্ধে ব্যবহৃত জুতাও রয়েছে৷ ন্যাটোর সদস্য জার্মানির সেনাবাহিনী ‘বুন্ডেসভেয়ার' ইউরোপের অন্যতম আধুনিক সেনাবাহিনী৷ কিন্তু ‘বুন্ডেসভেয়ার' সদস্যদের যুদ্ধের উপযোগী জুতা পেতে করতে হবে অন্তত ছয় বছর অপেক্ষা!
ফলে, বিপক্ষ সেনার বিরুদ্ধে যুদ্ধেক্ষেত্রে লড়তে কতটা তৈরি তারা, সেবিষয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷
২০১৬ থেকেই আলোচনায় উঠে আসছে দুই ধরনের নতুন জুতার প্রয়োজনীয়তা৷ ‘অল সিজন' বা দৈনন্দিন ব্যবহারের জুতার পরিবর্তে একটি ‘হেভি কমব্যাট' বা ভারী লড়াইয়ের জুতা৷ আরেকটি ‘লাইট কমব্যাট' বা হালকা লড়াইয়ের বুট৷
২০২০ সালের মধ্যে সম্পন্ন হবার কথা ছিল এই দুই ধরনের বুট সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা৷ কিন্তু জার্মান দৈনিক ডেয়ার স্পিগেল জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ২০২২ সালের আগে এই কাজ শেষ হবে না৷ কারণ হিসাবে তারা বলেছে যথেষ্ট পরিমাণে যুদ্ধের বুট উৎপাদনের ব্যর্থতার কথা৷ উঠছে কাগজপত্রের জটিলতার কথাও৷
এক লাখ ৮৩ হাজার সেনাসদস্যের মধ্যে ১ লাখ ৬০ হাজার সদস্য এখন পর্যন্ত শুধু হেভি কমব্যাট বুটই পেয়েছেন৷ বাকিরা তা পাননি৷ লাইট কমব্যাট বুট পেয়েছেন মাত্র ৩১ হাজার জন৷
এই নিয়ে আবার আলোচনায় জার্মান সেনাসদস্যদের জীবনযাত্রার মান৷ কমিশনার ফর আর্মড ফোর্সেসের পক্ষে হানস পেটার বারটেলস বলছেন, ‘‘যতদিনে সব সদস্যের কাছে পৌঁছবে দুই জোড়া জুতা, ততদিনে এখনকার জুতাগুলি পুরোনো হয়ে যাবে৷ ফলে, কিছু সেনাসদস্যদের নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে হতে পারে৷''
চেজ উইন্টার/এসএস