1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাবি উপাচার্যের শক্তির উৎস কী?

৬ নভেম্বর ২০১৯

আন্দোলন চলমান থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের স্বেচ্ছায় পদত্যাগের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ উল্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুধবার বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/3SYwr
উপাচার্য ফারজানা ইসলাম (ফাইল ছবি)ছবি: bdnews24.com

তা না হলে শক্তি প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়েছে কর্তৃপক্ষ৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার তার কার্যালয় ঘেরাও করা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ৷ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো এই ঘটনাকে ছাত্রলীগের গণঅভ্যুত্থান হিসেবে অভিহিত করেন উপাচার্য ফারজানা ইসলাম৷ তাঁকে রক্ষা করার জন্য ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন৷ এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে৷ কর্তৃপক্ষ হল ছাড়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীরা তা মানেনি৷

বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে আবারো হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷ কিন্তু শিক্ষার্থীরা তাও প্রত্যাখ্যান করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে৷ এদিকে ক্যাম্পাস না ছাড়লে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে কর্তৃপক্ষ৷ এরইমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ ঢুকেছে৷ এর আগে ক্যাম্পাসে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা সংহতি সমাবেশ করে৷

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘‘ভিসি ফারজানা ইসলাম আর তাঁর পদে থাকতে পারেন না৷ তিনি নানা ধরনের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত৷ তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে ছাত্রলীগকে চাঁদা দিয়েছেন, তা প্রমাণিত৷ ই-টেন্ডার না ডেকে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন৷ এ নিয়ে একটি প্রতিষ্ঠান লিখিত অভিযোগও দিয়েছে৷ আর সর্বশেষ তিনি ছাত্রলীগকে দিয়ে হামলা চালিয়েছেন৷ তিনি ভিসি পদের থাকার সব নৈতিক অধিকার হারিয়েছেন৷’’

ভিসি একজন স্বীকৃত দুর্নীতিবাজ: আশিকুর রহমান

আর গণিত বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘‘ভিসি একজন স্বীকৃত দুর্নীতিবাজ, তিনি স্বীকারও করেছেন৷ আমরা তিন মাস ধরে নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি৷ এখন আমাদের ওপর আঘাত করা হচ্ছে৷ ছাত্রলীগকে দিয়ে হামলা করানো হচ্ছে৷ শক্তি প্রয়োগ করছেন৷’’

তিনি বলেন, ‘‘এই ধরনের একজন ভিসিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা মেনে নেবে না৷ তাকে চলেই যেতে হবে৷ আমরা তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো৷’’

এদিকে ছাত্রলীগ বলছে, মঙ্গলবার তারা ভিসিকে উদ্ধারে যায়নি, গিয়েছিল তাদের দাবি দাওয়া নিয়ে৷ হামলায় নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা দাবি করেন, ‘‘এই আন্দোলনে শিবির ও জামায়াত জড়িত৷ আমরা তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাতে ভিসির অফিসে গিয়েছিলাম৷ সেখানে সামান্য হাতাহাতি হয়৷ আমরা ভিসি ম্যাডামকে উদ্ধার করতে যাইনি৷ তিনি যদি আমাদের প্রতি কৃতজ্ঞতা জানান সেটা তার ব্যাপার৷’’

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট অবস্থান জানা যায়নি৷ তবে প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে মঙ্গলবার জানিয়েছেন সেতুমন্ত্রী ওবয়াদুল কাদের৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘ভিসি ম্যাডাম নিজেকে অনেক শক্তিশালী মনে করেন৷ তিনি নিজেকে প্রভাবশালী একজনের বান্ধবী পরিচয় দেন৷ তার প্রভাবের কারণে এই আন্দোলন চলাকালেই তিনি ঢাকায় গিয়ে শিক্ষামন্ত্রীসহ আরো কয়েকজনের সঙ্গে বৈঠক করেন৷’’

মঙ্গলবারের হামলায় আহত অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘‘ওনার (উপাচার্য) ক্ষমতার উৎস কী আমরাও বুঝতে পারছি না৷ উনি বলছেন রাষ্ট্রপতি না বলা পর্যন্ত পদত্যাগ করবেন না৷ হয়তো সেই পর্যন্ত তিনি যেভাবেই হোক টিকে থাকতে চাইছেন৷ রাষ্ট্র থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়া পর্যন্ত তিনি এগুলো করতে থাকবেন৷ মঙ্গলবার হামলা করা হয়েছে৷ এখন শক্তি প্রয়োগের হুমকি দেয়া হচ্ছে৷’’

তিনি বলেন, ‘‘আমরা কোনো ফাঁদে পা দেব না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো৷ কোনো উস্কানি আমাদের আন্দোলন ক্ষত্রিগ্রস্ত যাতে না করতে পারে সে ব্যাপারে আমরা কৌশলী হবো৷’’

ওনার ক্ষমতার উৎস কী আমরাও বুঝতে পারছি না: অধ্যাপক ফেরদৌস

প্রসঙ্গত, অধ্যাপক ফারজানা ইসলাম ২০১৪ সালের মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান৷ গত বছর তাকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে গত তিন মাস ধরে আন্দোলন হচ্ছে৷ এই কাজে চাঁদাবাজির ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে শোভন- রাব্বানীকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

শিক্ষা উপমন্ত্রীর সংবাদ সম্মেলন:
এদিকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘উপাচার্য অপসারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলকারীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷’’ বুধবার বিকেল ৫টার পর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান৷ বিশ্ববিদ্যালয়ে সহিংস পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ হল ত্যাগের নির্দেশ দিয়েছে৷ বিরোধী মতের কারণে সহিংস ঘটনার সৃষ্টি আমাদের কাম্য নয়৷ হল ছাড়ার নির্দেশ দেওয়ার পরও এমন পরিস্থিতি সৃষ্টি হলে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিতে পারে, অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হতে পারে৷ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট হোক তা সাধারণ ছাত্র-ছাত্রীরা চায় না৷’’