জাল নোট ধরা পড়লে ব্যাংককেই দায়দায়িত্ব নিতে হবে: সাইফুল ইসলাম
২৪ অক্টোবর ২০১১বাংলাদেশ ব্যাংকের মুদ্রা বিভাগের মহা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম খান ডয়চে ভেলেকে জানিয়েছেন, ওই ব্যাংকগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে৷ আর কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে ব্যাংকেও মাঝেমধ্যে জাল নোট ধরা পড়ার কথা স্বীকার করেন তিনি৷
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জাল নোট আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আর বাংলাদেশে ব্যাংকের মুদ্রা বিভাগের মহা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম খান ডয়চে ভেলেকে জানিয়েছেন, পরিমাণে কম হলও দু'একটি ব্যাংকের ২৪ ঘন্টার এটিএম বুথে জাল টাকা ধরা পড়েছে৷ আর এ নিয়ে ব্যাংকগুলোর সঙ্গে তার বৈঠক করেছেন৷ বৈঠকে তারা ব্যাংকগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোন ব্যাংকের এটিএম বুথে জাল নোট পাওয়া গেলে ওই ব্যাংককেই দায়দায়িত্ব নিতে হবে৷ তবে ব্যাংকগুলোর নাম প্রকাশ করেননি তিনি৷ তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকেও মাঝেমধ্যে জাল নোট ধার পড়ে৷ তবে তা সেখানেই সনাক্ত হয়, বাইরে যেতে পারেনা৷
তিনি জানান, দেশের সব ব্যাংক'কে জাল নোট সনাক্ত করার যন্ত্র রাখার নির্দেশ দেয়া হয়েছে৷ আর আসন্ন কোরবানির ঈদের গরুর হাটসহ বিপণী বিতানগুলোতেও জাল নোট সনাক্ত করার যন্ত্র রাখার উদ্যোগ নেয়া হয়েছে৷ তিনি সাধারণ মানুষকে জাল টাকা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন