জার্মান সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হানা
১৯ জুন ২০১১আফগানিস্তানের উত্তরের শহর কুন্দুসে অবস্থানরত জার্মান সেনারা ছিল আত্মঘাতী আক্রমণের মূল লক্ষ্য৷ সেখানকার সরকারি মুখপাত্র মাহাবুবউল্লাহ শাহেদি জানান, কাবুল-কুন্দুস মহাসড়কে এক আত্মঘাতী বোমারু জার্মান সামরিক যান লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়৷ বিস্ফোরণে জার্মান যানটি ধ্বংস হয়েছে, তবে জার্মান সেনা হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷
এই হামলায় অবশ্য তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে৷ আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে আক্রমণকারী সেনা বহরে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়৷
এদিকে, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছে৷ তিনি বলেন, ৫৫০ কিলোগ্রাম বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে এক আক্রমণকারী ন্যাটো বহরে হামলা চালায়৷ এতে ন্যাটোর ১২ সেনা নিহত হয়েছে৷
তবে, ন্যাটো সেনা হতাহতের এই দাবি অস্বীকার করেছে৷ সামরিক জোটটির মুখপাত্র টিম জেমস জানিয়েছেন, ন্যাটো সেনা বহনকারী সামরিক যানে হামলার খবর পাওয়া গেছে৷ তবে এতে হতাহতের কোন খবর নেই৷
বলাবাহুল্য কুন্দুসে জার্মান সেনাদের সক্রিয় অবস্থান রয়েছে৷ গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে ন্যাটো সেনাদের উপর হামলার পরিমাণ বেড়েছে৷ বিশেষ করে, মে মাসের শুরুতে ওসামা বিন লাদেনকে হত্যার পর বেশ উত্তেজিত তালেবান৷
গত মাসে এক জঙ্গি হামলায় আফগানিস্তানে দুই জার্মান সেনা নিহত হয়৷ উত্তর আফগানিস্তানে ন্যাটোর কমান্ডার জার্মান জেনারেল মার্কোস নিপ সেই হামলায় সামান্য আহত হন৷
এদিকে তালেবানের সঙ্গে আফগান সরকারের আলোচনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জার্মানি৷ শনিবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ঘোষণা করেন, মার্কিন উপস্থিতিতে তালেবানের সঙ্গে আলোচনা চলছে৷ সেদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার কোয়েনিগ জানিয়েছেন, আফগানিস্তানে রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থনের কথা গত কয়েকমাস ধরেই জার্মানি বলে আসছে৷ আমরা আনন্দিত, সেই প্রক্রিয়া শুরু হয়েছে৷
উল্লেখ্য, এর আগে তালেবান শর্ত দিয়েছিল, আফগান সরকারের সঙ্গে আলোচনা শুরুর আগে সেদেশ থেকে সকল বিদেশি সেনা সরিয়ে নিতে হবে৷ ১৯৯৬ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান৷ ২০০১ সালে তাদেরকে হটিয়ে দেয় আন্তর্জাতিক বাহিনী৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক