জার্মান ভোটারদের মূল বিবেচনায় জলবায়ু পরিবর্তন
১৩ মে ২০১৯গবেষণা প্রতিষ্ঠান ইউগভ ইউরোপের আট দেশের আট হাজার নাগরিকের উপর জরিপটি পরিচালনা করে৷ এই সময় ভোটারদের সামনে ১৬টি বিষয় উপস্থাপন করা হয়৷
সোমবার প্রকাশিত ফলাফল বলছে, ৩৪ শতাংশ জার্মান ভোটারের কাছে জলবায়ু পরিবর্তন বেশি গুরুত্ব পাচ্ছে৷ এরপর আছে অভিবাসন৷
অবশ্য আট দেশের ভোটারদের বিবেচনায় অভিবাসন বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে৷ তার পরে আছে পরিবেশ ও জলবায়ু নিরাপত্তা৷
২০১৫ সালে ইউরোপে অনেক বেশি শরণার্থী এসেছিল৷ এখনো তা বহাল আছে, তবে সংখ্যা অনেক কমেছে৷ এ কারণে ইউরোপীয় ভোটারদের কাছে অভিবাসন বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷
২০১৫ সালের আগে জার্মান সরকারের অগ্রাধিকার তালিকায় পরিবেশ শীর্ষে থাকলেও শরণার্থী আসা শুরুর পর তাতে পরিবর্তন আসে৷ বর্তমানে অভিবাসন ছাড়া অর্থনীতি নিয়েও আরো বেশি ভাবছে জার্মান সরকার৷
সম্প্রতি জার্মানির অন্যতম পুরনো বন ‘হামবাখ ফরেস্ট' কেটে সেখানে কয়লাখনির জন্য জায়গা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এতে পরিবেশ রক্ষায় একসময় বিশ্বব্যাপী জার্মানির যে ভাবমূর্তি গড়ে উঠেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ইউগভ-এর জরিপে ভোটারদের কাছে তাঁদের নিজ দেশের ইইউ সদস্যপদ কতখানি গুরুত্বপূর্ণ, তা-ও জানতে চাওয়া হয়েছিল৷ এতে অধিকাংশ ভোটার ইইউতে থাকার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন৷ তবে এ ব্যাপারে সবচেয়ে বেশি সমর্থন এসেছে জার্মান ও পোলিশদের কাছ থেকে৷
আগামী ২৩ থেকে ২৬ মে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷
জেডএইচ/এসিবি (এএফপি, কেএনএ)