1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান প্রেসিডেন্টের বাংলাদেশ সফর শুরু

২৭ নভেম্বর ২০১১

জার্মানির রাষ্ট্রপতি ক্রিশ্চিয়ান ভুল্ফ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বাংলাদেশে এসে পৌঁছেছেন৷ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷

https://p.dw.com/p/13I3G
জার্মান রাষ্ট্রপতি ক্রিশ্চিয়ান ভুল্ফছবি: dapd

জার্মান রাষ্ট্রপতি ক্রিশ্চিয়ান ভুল্ফ ঢাকায় এসে পৌঁছান দুপুর সোয়া একটায়৷ তাঁকে সেখানে গার্ড অব অনার দেয়ার পর, তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে৷ বিকেল তিনি বাংলাদেশে কর্মরত জার্মান প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক করবেন৷ সন্ধ্যায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা, দীপু মনি৷

তিন দিনের সফরের দ্বিতীয় দিনে জার্মান রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন৷ মত বিনিময় করবেন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তব্যও দেবেন৷ বুধবার তাঁর ঢাকা ত্যাগ করার কথা৷

জার্মান রাষ্ট্রপতির এই সফরকে রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তিনি ডয়চে ভেলেকে জানান, জার্মানির সঙ্গে তৈরি পোশাক দিয়ে আমাদের বাণিজ্য বাড়লেও আরো নতুন নতুন ক্ষেত্রে আমাদের পদচারণা শুরু হয়েছে৷ তিনি বলেন, শুধু বানিজ্যিক নয় জার্মানির সঙ্গে আমাদের রাজনৈতিক এবং শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আরো সুদৃঢ় করতে হবে৷

এদিকে জার্মান রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে রাজধানী ঢাকাকে সাজানো হয়েছে নতুন সাজে ৷ রাস্তার দুধারে এবং গুরুত্বপূর্ণ স্থানে দুই দেশের পতাকা ও দুই দেশের রাষ্ট্রপতির ছবি শেভা পাচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম