1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারের ভিডিও মুছে ফেলার অভিযোগ

২৯ আগস্ট ২০২২

গত ৭ আগস্ট জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের ওয়া-এরকেনশভিক শহর থেকে পুলিশ একজনকে গ্রেপ্তার করার কিছুক্ষণ পর ঐ ব্যক্তি মারা যান৷ গ্রেপ্তারের আগে তাকে ধরতে মরিচের স্প্রে ব্যবহার করেছিল পুলিশ৷

https://p.dw.com/p/4GAeo
Deutschland Oer-Erkenschwick | Ermittlungen nach Polizeieinsatz
ছবি: Marc Gruber/7aktuell/dpa/picture alliance

একজন পথচারী মোবাইলে ঘটনাটি রেকর্ড করেছিলেন৷ ঐ ভিডিও মুছে ফেলার অভিযোগে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে রোববার সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে৷

ঘটনাটির দিন মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল৷ ৩৯ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার চেষ্টার এক পর্যায়ে পুলিশ তাকে লক্ষ্য করে মরিচের স্প্রে ছুঁড়ে মারে৷ ধারনা করা হচ্ছে ব্যক্তিটি নেশাগ্রস্ত ছিল৷ একসময় চেতনা হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রাতে তিনি মারা যান৷

মুছে ফেলা ভিডিও উদ্ধার করতে সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে একটি বিশেষায়িত কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ এছাড়া ঘটনাস্থলে উপস্থিত আর কারও কাছে ভিডিও থাকলে সেটা তাদের জানাতেও অনুরোধ করা হয়েছে৷

পুলিশ বলছে, ঘটনার সময় সেখানে প্রায় দেড়শ মানুষ ছিলেন৷

অতীতে জার্মান পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ ও গ্রেপ্তারের সময় নিষ্ঠুর আচরণ করার অভিযোগ রয়েছে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য