1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি থেকে শরণার্থীদের ফেরত পাঠানো হয়েছে

২১ জানুয়ারি ২০১৯

২০১৮ সালে জার্মানি থেকে রেকর্ড সংখ্যক শরণার্থীকে ইইউভুক্ত অন্যান্য দেশে পাঠানো হয়েছে, বেশিরভাগ শরণার্থীকে পাঠানো হয়েছে ইটালিতে৷ ইউরোপীয় ইউনিয়নের ‘ডাবলিন থ্রি' আইন অনুযায়ী তাদের অন্য দেশে পাঠানো হয়েছে৷

https://p.dw.com/p/3Btja
Deutschland - Asylantenheim - Migration
ছবি: picture alliance/dpa/U. Anspach

২০১৮ সালে বিপুল সংখ্যক শরণার্থীকে জার্মানি থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশে ফেরত পাঠানো হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে৷ জার্মান পত্রিকা স্যুডডয়চে সাইটুং-কে দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের সাক্ষাৎকারে এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে৷ বাম দলের সংসদীয় তদন্তের উপর ভিত্তি করে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে পত্রিকাটি৷ 

২০১৮ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত  ৮ হাজার ৬৫৮ জন আশ্রয়প্রার্থীকে জার্মানি থেকে অন্য দেশে ফেরত পাঠানো হয়েছে, ২০১৭ সালে পাঠানো হয়েছিল ৭ হাজার ১০২ জনকে৷

পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে অতীতের তুলনায় জার্মানি থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশে শরণার্থীদের ফেরত পাঠানোর হার ছিল ১৫ শতাংশ, ২০১৮ সালে যা বেড়ে হয়েছে ২৪ দশমিক ৫ শতাংশ৷

ইউরোপীয় ইউনিয়নের ‘ডাবলিন থ্রি' আইন মেনে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে৷ এই আইনে বলা হয়েছে, শরণার্থীরা প্রথম ইউরোপের যে দেশে প্রবেশ করবে, সেই দেশের দায়িত্ব তাদের আবেদনপত্র যাচাই-বাছাই করা৷

স্যুডডয়চে সাইটুংয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের প্রথম ১১ মাসে জার্মানি থেকে অন্য ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন পাঠানো হয়েছিল ৫১ হাজার ৫৫৮ টি৷ এদের মধ্যে ৩৫ হাজার ৩৭৫ টি আবেদন অনুমোদন পেয়েছে৷

এসব দেশের মধ্যে প্রথম গন্তব্য হিসেবে ইটালিতে আবেদনপত্র পাঠানোর হার সবচেয়ে বেশি, প্রতি তিন জনের মধ্যে একজনকে সেদেশ আশ্রয়ের জন্য অনুমোদন দিয়েছে৷ অন্যদিকে হাঙ্গেরি জার্মানি থেকে কোনো আশ্রয়প্রার্থীকে ২০১৮ সালে গ্রহণ করেনি৷ গ্রিস মাত্র ৫ জনকে অনুমোদন দিয়েছে৷

এপিবি/এসিবি (ডিপিএ, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য