জার্মানি থেকে শরণার্থীদের ফেরত পাঠানো হয়েছে
২১ জানুয়ারি ২০১৯২০১৮ সালে বিপুল সংখ্যক শরণার্থীকে জার্মানি থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশে ফেরত পাঠানো হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে৷ জার্মান পত্রিকা স্যুডডয়চে সাইটুং-কে দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের সাক্ষাৎকারে এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে৷ বাম দলের সংসদীয় তদন্তের উপর ভিত্তি করে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে পত্রিকাটি৷
২০১৮ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৮ হাজার ৬৫৮ জন আশ্রয়প্রার্থীকে জার্মানি থেকে অন্য দেশে ফেরত পাঠানো হয়েছে, ২০১৭ সালে পাঠানো হয়েছিল ৭ হাজার ১০২ জনকে৷
পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে অতীতের তুলনায় জার্মানি থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশে শরণার্থীদের ফেরত পাঠানোর হার ছিল ১৫ শতাংশ, ২০১৮ সালে যা বেড়ে হয়েছে ২৪ দশমিক ৫ শতাংশ৷
ইউরোপীয় ইউনিয়নের ‘ডাবলিন থ্রি' আইন মেনে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে৷ এই আইনে বলা হয়েছে, শরণার্থীরা প্রথম ইউরোপের যে দেশে প্রবেশ করবে, সেই দেশের দায়িত্ব তাদের আবেদনপত্র যাচাই-বাছাই করা৷
স্যুডডয়চে সাইটুংয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের প্রথম ১১ মাসে জার্মানি থেকে অন্য ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন পাঠানো হয়েছিল ৫১ হাজার ৫৫৮ টি৷ এদের মধ্যে ৩৫ হাজার ৩৭৫ টি আবেদন অনুমোদন পেয়েছে৷
এসব দেশের মধ্যে প্রথম গন্তব্য হিসেবে ইটালিতে আবেদনপত্র পাঠানোর হার সবচেয়ে বেশি, প্রতি তিন জনের মধ্যে একজনকে সেদেশ আশ্রয়ের জন্য অনুমোদন দিয়েছে৷ অন্যদিকে হাঙ্গেরি জার্মানি থেকে কোনো আশ্রয়প্রার্থীকে ২০১৮ সালে গ্রহণ করেনি৷ গ্রিস মাত্র ৫ জনকে অনুমোদন দিয়েছে৷
এপিবি/এসিবি (ডিপিএ, ইপিডি)