জার্মানি-আফগানিস্তান
১৪ মার্চ ২০১২জার্মান প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য
সোমবার চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল’এর পর বুধবারই জার্মান প্রতিরক্ষামন্ত্রীর এই সফর সবার নজর কাড়ছে৷ দায়িত্ব গ্রহণ করার পর এই নিয়ে মোট ৬ বার আফগানিস্তান সফর করছেন দেমেজিয়ের৷ তিনি বুধবার কাবুলে প্রেসিডেন্ট হামিদ কার্জাই ও আফগান প্রতিরক্ষামন্ত্রী আব্দুল রহিম ওয়ারদাক’এর সঙ্গে আলোচনা করেন৷ তিনি বলেন, জার্মানি ২০১৪ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পরেও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে শীঘ্রই একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হবে৷ তবে আফগান সেনাবাহিনীর প্রশিক্ষণ বা সামরিক সাহায্যের ক্ষেত্রে জার্মানি কোনো নিজস্ব উদ্যোগ নেবে না৷ ন্যাটো’র কাঠামোর মধ্যেই সেই কাজ করা হবে৷ আফগান প্রতিরক্ষামন্ত্রী আব্দুল রহিম ওয়ারদাক’এর সঙ্গে আলোচনার পর জার্মান প্রতিরক্ষামন্ত্রী টোমাস দেমেজিয়ের কাবুলে একথা জানান৷ কান্দাহারে মার্কিন সেনার গুলি চালনার ঘটনার আলোকে দেমেজিয়ের হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন৷
আফগানিস্তানের মনোভাব
আফগান প্রতিরক্ষামন্ত্রী ওয়ারদাক দেমেজিয়ের’কে আশ্বাস দিয়ে বলেন, আফগান সৈন্য বা পুলিশ যাতে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী আইসাফ’এর সদস্যদের উপর হামলা না চালায়, তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ উল্লেখ্য, অতীতে জার্মানি সহ একাধিক দেশের নাগরিকদের উপর এমন হামলা ঘটেছে৷ ওয়ারদাক’এর এই আশ্বাসের ফলে সন্তুষ্টি প্রকাশ করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী দেমেজিয়ের৷ কান্দাহারের ঘটনার ফলে মার্কিন-আফগান সম্পর্কের অবনতির সম্ভাবনা দেখছেন না তিনি৷ আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন কর্তৃপক্ষ এই ঘটনার জন্য দায়ী সৈন্যকে উপযুক্ত শাস্তি দেবে, এটাই তাঁর বিশ্বাস৷
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সফর
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিয়ন প্যানেটা দেশের দক্ষিণে মার্কিন সৈন্যদের সঙ্গে কথা বলেন৷ একই দিনে ঐ অঞ্চলে দুটি হামলার ঘটনা ঘটেছে৷ হেলমন্দ প্রদেশে ৮ জন ও কান্দাহারে ১ জন নিহত হয়েছে৷ প্যানেটা কোরান পোড়ানো ও মার্কিন সৈন্যর গুলি চালানোর ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন৷ হেলমন্দ প্রদেশে সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন ঘটনার ফলে কঠিন চ্যালেঞ্জ দেখা দিয়েছে৷ তবে এম সব ঘটনা সত্ত্বেও মার্কিন নীতির কোনো পরিবর্তন ঘটবে না৷ তিনি কাবুলে প্রেসিডেন্ট কার্জাই ও প্রতিরক্ষামন্ত্রী ওয়ারদাক’এর সঙ্গে আলোচনা করবেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ