1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির হাসপাতালে নাটকীয় পরিস্থিতি, পুলিশের গুলি

৫ মার্চ ২০২৪

আখেনের এক হাসপাতালে এক নারী নিজেকে অবরুদ্ধ করে রেখেছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায়।

https://p.dw.com/p/4dAO8
জার্মানিতে হাসপাতালে গুলি
গুলি করে এক নারীকে উদ্ধার করেছে পুলিশছবি: Henning Kaiser/dpa/picture alliance

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ৬৫ বছরের এক নারী সোমবার দুপুরে একটি হাসপাতালে ঢুকে পড়ে। সেখানে বন্দুক দেখিয়ে কর্মীদের ভয় দেখান তিনি। এরপর নিজেকে একটি ঘরে বন্দি করে ফেলেন। ওই নারী আত্মহত্যার জন্য ওই ঘরে ঢুকে পড়েন বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ দীর্ঘক্ষণ ধরে ওই নারীকে বুঝিয়ে বাইরে আনার চেষ্টা করে। কিন্তু ওই নারী সম্মত হননি। এরপর ঘর থেকে ধোঁয়া বার হতে শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে পুলিশ বলপ্রয়োগ করে। ওই নারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতাল থেকে স্ট্রেচারেকরে বার করে আনা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি। পুলিশও ঘটনার সম্পূর্ণ তথ্য এখনো পর্যন্ত জানায়নি। দমকলকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এসজি/জিএইচ (ডিপিএ)