জার্মানির স্বঘোষিত রাজার বিচার শুরু
২৫ ফেব্রুয়ারি ২০১৬স্বঘোষিত রাজা ‘প্রথম পেটার' বুধবার যখন ডেসাও-রোসলাও (Dessau-Rosslau) আদালতে পৌঁছান, তখন বেশ সাড়া পড়ে যায়৷ এখন অবধি আটবার লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর সময় ধরা পড়েছেন তিনি৷ জার্মানিতে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো নিষিদ্ধ৷
‘প্রথম পেটার'এর অবশ্য লাইসেন্স ছিল৷ কিন্তু ২০১২ সালে সেটি জমা দিয়ে রাজা হিসেবে নিজেই নিজের লাইসেন্স ইস্যু করেন৷ পরের বছর জোরে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ যখন তাঁকে আটক করে, তখন তিনি তাঁর নিজের ইস্যু করা লাইসেন্স দেখান৷ কেননা, পুলিশ মনে করছে তাঁর লাইসেন্স ইস্যু করার ক্ষমতা নেই৷ তবে জার্মানির পূর্বাঞ্চলে একটি পরিত্যক্ত হাসপাতালসহ কিছু এলাকাকে নিজের ‘রাজ্য' ঘোষণা করে তা পরিচালনা করার দাবিও করছেন তিনি৷
স্বঘোষিত রাজার আবার নিজের কিছু অনুসারীও রয়েছে৷ বুধবার ভক্তরা আদালত চত্বরে সমবেত হন৷ রাজাও বিচার কাজ চলাকালে ছিলেন বেশ খোশ মেজাজে, তাঁর সঙ্গে ছিল বেশকিছু ফাইল৷
নিজেকে রাজা হিসেবে ঘোষণার আগে ‘প্রথম পেটার' পাচক হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন৷
এআই/জেডএইচ (ডিপিএ)