1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির স্বঘোষিত রাজার বিচার শুরু

২৫ ফেব্রুয়ারি ২০১৬

লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে এক জার্মানের বিচার শুরু হয়েছে, যিনি নিজেকে জার্মানির রাজা মনে করেন৷ আর এই স্বঘোষিত রাজার এবারই প্রথম আদালতে যাওয়া নয়৷

https://p.dw.com/p/1I1g5
Peter Fitzek selbst ernannter König von Deutschland
ছবি: picture-alliance/dpa/H. Schmidt

স্বঘোষিত রাজা ‘প্রথম পেটার' বুধবার যখন ডেসাও-রোসলাও (Dessau-Rosslau) আদালতে পৌঁছান, তখন বেশ সাড়া পড়ে যায়৷ এখন অবধি আটবার লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর সময় ধরা পড়েছেন তিনি৷ জার্মানিতে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো নিষিদ্ধ

‘প্রথম পেটার'এর অবশ্য লাইসেন্স ছিল৷ কিন্তু ২০১২ সালে সেটি জমা দিয়ে রাজা হিসেবে নিজেই নিজের লাইসেন্স ইস্যু করেন৷ পরের বছর জোরে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ যখন তাঁকে আটক করে, তখন তিনি তাঁর নিজের ইস্যু করা লাইসেন্স দেখান৷ কেননা, পুলিশ মনে করছে তাঁর লাইসেন্স ইস্যু করার ক্ষমতা নেই৷ তবে জার্মানির পূর্বাঞ্চলে একটি পরিত্যক্ত হাসপাতালসহ কিছু এলাকাকে নিজের ‘রাজ্য' ঘোষণা করে তা পরিচালনা করার দাবিও করছেন তিনি৷

স্বঘোষিত রাজার আবার নিজের কিছু অনুসারীও রয়েছে৷ বুধবার ভক্তরা আদালত চত্বরে সমবেত হন৷ রাজাও বিচার কাজ চলাকালে ছিলেন বেশ খোশ মেজাজে, তাঁর সঙ্গে ছিল বেশকিছু ফাইল৷

নিজেকে রাজা হিসেবে ঘোষণার আগে ‘প্রথম পেটার' পাচক হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন৷

এআই/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য