পদ হারানোর শঙ্কায় জার্মানির সাইবার নিরাপত্তা প্রধান
১০ অক্টোবর ২০২২তার বিরুদ্ধে রাশিয়ার গোয়েন্দা সংস্থা-সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে৷
শ্যোনবোম জার্মানির ‘ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি' বিএসআই-এর প্রধান৷
স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্যোনবোমের একসঙ্গে আগামী বৃহস্পতিবার ‘বিএসআই সিচুয়েশন রিপোর্ট ২০২২' উপস্থাপন করার কথা ছিল৷ কিন্তু সেটি বাতিল করা হয়েছে৷
জার্মানির বহুল প্রচারিত ‘বিল্ড' ট্যাবলয়েড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে বলেছে, ‘‘কত তাড়াতাড়ি শ্যোনবোমকে সরানো যায় তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷'' তবে শ্যোনবোম সরকারি চাকরিজীবী হওয়ায় তাকে চাকরিচ্যুত করা সম্ভব নয়৷ সেক্ষেত্রে তাকে অন্যত্র বদলির চিন্তা করা হচ্ছে৷
প্রতিবেদন বলছে, শ্যোনবোমের সহায়তায় প্রতিষ্ঠিত ‘সাইবার সিকিউরিটি কাউন্সিল অফ জার্মানির' একটি সদস্য প্রতিষ্ঠান হচ্ছে বার্লিনের সাইবার নিরাপত্তা কোম্পানি ‘প্রোটেলিয়ন'৷ গত মার্চ পর্যন্ত কোম্পানিটি ‘ইনফোটেকস' নামে ব্যবসা করেছে৷ এটি সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির এক সাবেক কর্মকর্তা পরিচালিত রুশ সংস্থা ‘ও.এ.ও. ইনফোটেকস' এর সাবসিডিয়ারি বলে অভিযোগ রয়েছে৷
শ্যোনবোমকে সাইবার সিকিউরিটি কাউন্সিল অফ জার্মানি থেকে দূরে থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ কিন্তু তারপরও তিনি গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়েছিলেন৷
জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)