জার্মানির শিশু যৌন নিপীড়নের মূল হোতার বিচার শুরু
৯ আগস্ট ২০২০৪৩ বছয় বয়সী সেই ব্যক্তির বাড়িতে পাওয়া গেল অসংখ্য শিশু পর্নোগ্রাফি ফিল্ম এবং ছবি৷ সেই সূত্র ধরেই জার্মানির ইতিহাসে শিশু যৌন নিপীড়নের সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে সবচেয়ে বড় তদন্তটি চলছে৷
ইয়র্গ এল পেশায় ছিলেন একজন রাঁধুনি ও হোটেল ম্যানেজার৷ তার বিরুদ্ধে বড় অভিযোগ তিনি নিজের কন্যার উপর একের পর এক যৌন নিপীড়ন চালিয়েছেন৷ ২০১৭ সালে জন্ম নেয়া শিশুটির বয়স তখন ছিল মাত্র দুই বছর৷ নিপীড়নের এইসব দৃশ্য তিনি ধারণ করে পরে চ্যাট গ্রুপে বিনিময় করতেন৷ আর এর শুরু শিশুটির বয়স যখন তিন মাস তখন থেকেই৷
ইয়র্গ এলকে গ্রেপ্তারের পর কোলন শহরের পুলিশ বিশেষ টাস্কফোর্স গঠন করে৷ কয়েক ট্যারাবাইটের ভিডিও ও স্থিরচিত্র উদ্ধার করে তারা৷ ১৩০ জন তদন্তকারী এখনও সেগুলো খতিয়ে দেখছেন৷ পরিস্থিতি এমন যে, এইসব ভিডিও দেখে তদন্ত কর্মকতারা নিজেরাও অসুস্থ হয়ে পড়ছেন৷ মানসিক যাতনার কারণে এরিমধ্যে টাস্কফোর্সের তিনজনকে অসুস্থতাজনিত ছুটি দিতে হয়েছে৷
তদন্তের প্রেক্ষিতে নিপীড়নের শিকার প্রায় ৫০টি শিশুকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে তিনমাস বয়সিও রয়েছে৷ পাশাপাশি নিপীড়নকারীদের গ্রেপ্তারও করেছে পুলিশ৷ এইসব ঘটনায় জড়িত ৮৭ জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের সাইবার অপরাধ তদন্ত বিভাগের প্রধান এবং কোলনের স্টেট প্রসেকিউটর মার্কুস হার্টমান৷ পাশাপাশ এই ৮৭টি ঘটনার প্রত্যেকটির সঙ্গে জড়িত নতুন সন্দেহভাজনকে খুঁজে বের করছেন তারা৷ প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের মাধ্যমে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে৷
তদন্তকারীরা জানিয়েছেন এই সংক্রান্ত চ্যাটগ্রুপগুলোর ১৮০০ এর উপরে সদস্য আছে৷ এই তদন্তে তারা জার্মানি ছাড়াও বাইরের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে৷
তবে যার কারণে এমন বিস্তৃত তদন্তের সূচনা, সেই ইয়র্গ এল'কে মোট ৭৯ টি অপরাধে অভিযুক্ত করেছেন তদন্তকারীরা৷ বলা হচ্ছে কিছু ক্ষেত্রে তিনি অপরাধগুলো করেছেন তার চ্যাট পার্টনার কাম্প লিন্টফোর্ট নামের এক সাবেক সৈনিকের যোগসাজশে৷ মে মাসের শেষের দিকে তাকে দশ বছরের জেল দিয়েছে আদালত৷ অন্যদিকে ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি এখন ইয়র্গ৷
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে জার্মানিতে ১৫ হাজার ৯৩৬ টি শিশু যৌন নিপীড়নের ঘটনা পাওয়া গেছে৷ শিশু পর্নোগ্রাফির ঘটনা ছিল ১২ হাজার ২৬২ টি৷
২০১৮ সালের ছবিঘরটি দেখুন...