1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির পুর্নমিলনকে ‘দখল’ বলছে রাশিয়া

৪ অক্টোবর ২০২৩

রাশিয়ায় ইতিহাসের নতুন এক বইয়ে দুই জার্মানির পুর্নমিলনকে কমিউনিষ্ট ইস্ট, অর্থাৎ পূর্ব জার্মানিকে ‘দখল' হিসেবে বর্ণনা করা হয়েছে৷ জার্মান ইতিহাসবিদরা মনে করেন, এ কথা বলে ইতিহাস বিকৃত করা হচ্ছে৷

https://p.dw.com/p/4X78L
জার্মানির পুনর্মিলন উৎসব
পুর্নমিলন নিয়ে রাশিয়ার সাম্প্রতিক অবস্থান জার্মান বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের বিরক্ত করছে৷ ছবি: picture-aliance/dpa/W. Kumm

৩৩ বছর হয়েছে৷ ১৯৯০ সালের ৩ অক্টোবর তৎকালীন পূর্ব জার্মানি, যেটি জার্মান ডেমোক্র্যাটিক রিপাবলিক (জিডিআর) হিসেবে পরিচিত ছিল, আনুষ্ঠানিকভাবে পশ্চিম জার্মানির সঙ্গে যোগ দেয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪৫ বছর পর সেদিন দুই জার্মানি একত্রিত হয়ে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়৷ 

তবে, এই পুর্নমিলন নিয়ে রাশিয়ার সাম্প্রতিক অবস্থান জার্মান বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদদের বিরক্ত করছে৷ রাশিয়ার উচ্চবিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এক নতুন ইতিহাস বইয়ে জার্মানির পুনর্মিলনকে ‘জিডিআরকে দখল করা হয়েছে' বলে দাবি করা হয়েছে৷ বইটি গতমাসে প্রকাশিত হয়েছে৷  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স পরাজিত জার্মানিকে চারভাগে ভাগ করে ফেলে৷ পশ্চিমাদের তিন অংশ নিয়ে গড়ে তোলা হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি৷ অন্যদিকে, সোভিয়েতের নিয়ন্ত্রণে থাকা অংশের নাম হয় জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক৷ জার্মানির পূর্বাংশ চলে সাম্যবাদী ধারায়, আর পশ্চিমাংশ চলে পুঁজিবাদী ধারায়৷ দুই জার্মানির এই বিভক্তি শীতল যুদ্ধের কেন্দ্রে পরিনত হয়৷  

কমিউনিস্ট পার্টি শাসিত পূর্ব জার্মানি চার দশকেরও বেশি সময় টিকে ছিল৷ তবে ১৯৮৯ সালে জিডিআরের ৪০তম বার্ষিকীতে উৎসবের পাশাপাশি ব্যাপক প্রতিবাদও হয়েছিল৷ সে বছরের ৯ নভেম্বর বার্লিন প্রাচীরের পতন ঘটে৷ পাশাপাশি ১৯৯০ সালে জিডিআরে প্রথম এবং শেষ অবাধ নির্বাচনটি অনুষ্ঠিত হয়৷ তখন দুই জার্মানির পুনর্মিলন প্রক্রিয়া এগিয়ে যায় এবং ‘টু প্লাস ফোর ট্রিটি' নামের একটি চুক্তিও স্বাক্ষর হয়৷ সবকিছু মিলিয়ে ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানির পুর্নমিলন ঘটে৷   

মাক্স প্লাঙ্ক ইন্সটিটিউটের হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক উটে ফ্রিভার্ট বলেন, ‘‘পুটিন এবং তার অনুসারী ‘ইতিহাস নিয়ে মিথ্যা' বলাদের কাছে এই পুর্নএকত্রিকরণ উপনিবেশায়ন৷ অর্থাৎ সাম্রাজ্যবাদী পশ্চিম দুর্বল পূর্বকে অধীনে নিয়ে নিয়েছে৷''

‘‘কিন্তু ইতিহাসের সাথে এই দাবির কোনো মিল নেই৷ তবে পুটিন শাসকগোষ্ঠীর পশ্চিমাবিরোধী আখ্যানের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ৷''

এআই/এসিবি

প্রথম বিশ্বযুদ্ধের পর যা ঘটেছিল

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান