1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির নির্বাচনে এআই, সাইবার হামলার হুমকি

৯ ডিসেম্বর ২০২৪

ফেব্রুয়ারি মাসে জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনকে ঘিরে দেশের ভেতর ও বাহির থেকে সাইবার হামলা ও এআই প্রোপাগান্ডা চালানো হতে পারে বলে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন৷

https://p.dw.com/p/4nvuj
সাইবার হ্যাকিংয়ের প্রতীকী ছবি
সাইবার হামলা থেকে রক্ষা পেতে জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেছবি: Silas Stein/imago images

জার্মানির সাইবার নিরাপত্তা সংস্থা বিএসআই এর প্রধান ক্লাউডিয়া প্লাটনার সম্প্রতি সাংবাদিকদের বলেন, ‘‘জার্মানির ভেতরে ও বাইরে এমন কিছু শক্তি আছে যারা নির্বাচন প্রক্রিয়ায় হামলা ও গণতান্ত্রিক শৃঙ্খলাকে ব্যাহত করতে আগ্রহী৷’’

এদিকে, জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি নভেম্বরে সতর্ক করে বলেছে, ‘‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে জার্মানির নির্বাচনকে নিজের পক্ষে প্রভাবিত করার জন্য রাশিয়ার সম্ভবত সবচেয়ে বড় ও সুস্পষ্ট আগ্রহ রয়েছে৷’’

এছাড়া, জার্মানির ভেতরে থাকা শক্তিও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে সতর্ক করেছেন ইওসেফ লেনটশ৷ তিনি জানুয়ারির শেষে বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া পলিটিক্যাল টেক সামিট কনফারেন্সের প্রধান নির্বাহী৷

ডিডাব্লিউকে তিনি বলেন, জার্মানির চরম ডানপন্থি দল এএফডি বেশ কয়েকবছর ধরে ‘বিকল্প ডিজিটাল অবকাঠামো' গড়ায় কাজ করছে৷ সে কারণে তারা এই বিষয়ে জার্মানির প্রতিষ্ঠিত দলগুলোর চেয়ে প্রায় এক দশক এগিয়ে আছে৷

রোমানিয়ার উদাহরণ

সম্প্রতি রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে কালিন জর্জেস্কুর জয় সবাইকে অবাক করেছে৷ চরম ডানপন্থি এই নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সমর্থক৷

তবে ৬ ডিসেম্বর সেই ফল বাতিল করে দিয়েছে সাংবিধানিক আদালত৷ প্রেসিডেন্ট ক্লাউশ ইয়োহানিস বেশকিছু গোপন নথি প্রকাশ করার পর এই রায় দেওয়া হয়৷ এতে দেখা যায়, জর্জেস্কুর পক্ষে প্রচারণা চালাতে রাশিয়া টিকটক ও টেলিগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলোতে কয়েক হাজার অ্যাকাউন্ট পরিচালনা করেছিল৷ ‘‘রোমানিয়া ইইউর সদস্য৷ সেখানে যেটা ঘটেছে সেটা জার্মানিসহ অন্য কোথাও হতে পারে,’’ বলেন লেনটশ৷

জার্মানির বর্তমান সংকট নিরসনে প্রেসিডেন্টের ভূমিকার গুরুত্ব

এআই প্রোপাগান্ডা’ বাড়ছে

বার্লিনের থিংক ট্যাংক জার্মানি কাউন্সিল অন ফরেন রিলেশন্স এর সেন্টার ফর জিওপলিটিকস, জিওইকোনোমিকস অ্যান্ড টেকনোলজির গবেষক কাটিয়া মুনোৎস ডিডাব্লিউকে বলেন, জার্মানিতে কোনো দল এএফডির মতো এত বড় ‘ডিজিটাল অবকাঠামো' গড়ে তোলেনি৷

তিনি বলেন, এআই দিয়ে প্রার্থী ও দলগুলো সামাজিক মাধ্যমের জন্য আগের চেয়ে দ্রুত টেক্সট, ছবি ও ভিডিও তৈরি করতে পারছে৷ এক্ষেত্রেও এএফডি অন্য দলগুলোর তুলনায় অনেক এগিয়ে আছে৷ ২০২৪ সালে অনুষ্ঠিত ইইউ নির্বাচন ও জার্মানির আঞ্চলিক নির্বাচন নিয়ে গবেষণা করার অভিজ্ঞতা থেকে এই তথ্য দিয়েছেন মুনোৎস৷

গত সেপ্টেম্বর প্রকাশিত এএফডির ৭৮ সেকেন্ডের এক ভিডিওর উল্লেখ করে তিনি বলেন, ভিডিওটি হয়ত ভুল নয়, তবে বিভ্রান্তিকর ছিল৷ ভিডিওতে নীল চোখের মানুষ ও অশ্বেতাঙ্গদের মধ্যে তুলনা করতে দিয়ে অশ্বেতাঙ্গদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়৷

সমাধান

সাইবার হামলা থেকে রক্ষা পেতে জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে৷ তারা সাইবার হামলার হুমকি পর্যবেক্ষণ করবে৷ এছাড়া প্রার্থী ও দলগুলোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ডিভাইস ও সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট নিরাপদ রাখার কৌশল শেখানো হবে৷

ভুয়া তথ্য ও এআই দিয়ে তৈরি প্রোপাগাণ্ডা সম্পর্কে ভোটারদের সচেতন করার পরামর্শ দিয়েছেন মুনোৎস৷

ইয়ানশ ডেলকার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য