জার্মানিতে ‘জোট আলোচনা’
২০ ডিসেম্বর ২০১৭এ বছরের সেপ্টেম্বর ২৪ তারিখের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে সরকার গঠন নিয়ে এই অনিশ্চয়তা৷ খ্রিষ্টান সোশ্যাল ইউনিয়ন সিএসইউ, লিবারেল ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি এফডিপি ও সবুজ দলের সাথে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টান ডেমোক্র্যাটিক ইউনিয়ন সিডিইউ-র দীর্ঘ জোট আলোচনা ব্যর্থ হবার পর, এসপিডি ও সিডিইউ-র মহাজোট গঠনের সম্ভাবনায় ছিল জার্মানিতে নতুন সরকারের বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি৷ তবে অনিশ্চয়তা আরো একবার তীব্র হলো এসপিডি বা সামাজিক গণতন্ত্রী দলের নেতা মার্টিন শুলৎসের টুইটারের সূত্র ধরে৷
মঙ্গলবার এক টুইট বার্তায় শুলৎস জানান, জানুয়ারি ২১ তারিখে দলের বিশেষ কনফারেন্সের আগে তাঁর দল জোট আলোচনা নিয়ে অগ্রসর হবে না৷ কারণ হিসেবে তিনি জানুয়ারির শুরুতে ফেডারেল সংসদ সদস্যদের মধ্যে অনুষ্ঠিতব্য সভার আগ পর্যন্ত জোট আলোচনা স্থগিতের সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করেছেন৷
অবশ্য আঙ্গেলা ম্যার্কেল জোট নিয়ে প্রাথমিক আলোচনার জন্য মার্টিন শুলৎস, সিএসইউ নেতা হোর্স্ট সেহোফার ও অন্য তিন সংসদীয় দলের নেতাদের সাথে বসার কথা রয়েছে৷
গত ৫০ বছরের মধ্যে ভোটের মাঠে এসপিডির সবচেয়ে শোচনীয় পরাজয়ের পর শুলৎস ঘোষণা দিয়েছিলেন, সরকারের সাথে জোট গঠনের বদলে সংসদে বিরোধী দল হিসেবেই থাকতে চান তাঁরা৷ পরে এসপিডি সদস্য জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারের অনুরোধে মার্টিন শুলৎস সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি হন৷
পরবর্তীতে অবশ্য এসপিডির নিজেদের মধ্যেই এ সিদ্ধান্ত নিয়ে দ্বিমত তৈরি হয়৷ বিশেষ করে দলের তরুণ প্রতিনিধিরা জোট গঠনের বিরুদ্ধে অবস্থান নেয়৷ এ পরিস্থিতিতে জানুয়ারির সভা দল হিসেবে এসপিডির অবস্থান নিয়ে এক গুরুত্বপূর্ণ জমায়েত৷ প্রায় ৬০০ জন প্রতিনিধি এতে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে৷
আরএন/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)
জার্মানিতে কেমন সরকার দেখতে চান আপনি? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷