1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশিদের অবদান

১ ডিসেম্বর ২০১৪

ইউরোপের অনেক দেশেই বিদেশি-বিদ্বেষ বাড়ছে৷ তারা নাকি বাইরে থেকে এসে দেশের সম্পদে ভাগ বসাচ্ছে৷ একটি রিপোর্ট অনুযায়ী জার্মানির সামাজিক সুরক্ষা কাঠামোয় বিদেশি অভিবাসীরা উল্লেখযোগ্য অবদান রাখছেন৷

https://p.dw.com/p/1Dx15
Symbolbild Ausländische Studierende in Deutschland
প্রতীকী ছবিছবি: imago/Westend61

সাধারণ মানুষের ভুল ধারণা যে কোন মাত্রায় পৌঁছাতে পারে, তার একটি দৃষ্টান্ত এক সাম্প্রতিক জনমত সমীক্ষা৷ তাতে দেখা যাচ্ছে, যে জার্মানির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের মতে বিদেশিরা দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার জন্য এক বোঝা৷ অথচ বেসরকারি ব্যার্টেলসমান ফাউন্ডেশন-এর উদ্যোগে প্রকাশিত এক রিপোর্ট ঠিক এর বিপরীত চিত্র তুলে ধরেছে৷

সেই রিপোর্ট অনুযায়ী জার্মানিতে বসবাসরত বিদেশিরা রাষ্ট্র থেকে যে সব আর্থিক সুযোগ-সুবিধা গ্রহণ করেন, তার তুলনায় অনেক বেশি কর দেন৷ শুধু ২০১২ সালেই জার্মানিতে বসবাসরত প্রায় ৬৬ লক্ষ বিদেশি নাগরিক সামাজিক সুরক্ষা তহবিলে প্রায় ২,২০০ কোটি ইউরো জমা দিয়েছেন৷ অর্থাৎ রাষ্ট্রের কাছ থেকে তাঁরা যে আর্থিক সুবিধা গ্রহণ করেন, সেই তুলনায় কর ও সামাজিক তহবিলে প্রদেয় অর্থ বাবদ তাঁরা মাথাপিছু প্রতি বছর প্রায় ৩,৩০০ ইউরো বেশি জমা দেন৷

শুধু তাই নয়, গত এক দশকে এই ফারাক প্রায় দ্বিগুণ হয়ে গেছে৷ ফলে বর্তমানে দেনা-পাওনার এই দাঁড়িপাল্লায় বিদেশি ও জার্মান নাগরিকদের মধ্যে ফারাকও বেড়ে চলেছে৷ বিদেশিরা ৬৭ শতাংশ বেশি অবদান রাখছেন৷ জার্মানদের ক্ষেত্রে এই মাত্রা ৬০ শতাংশ৷

তথ্য-পরিসংখ্যানের এই হিসাব-নিকাশ বিশ্লেষণ করে গবেষকরা আরও একটি সংশ্লিষ্ট বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন৷ জার্মানিতে বসবাসরত বিদেশিদের শিক্ষাগত যোগ্যতা জার্মানদের তুলনায় কম, যদিও তা আগের তুলনায় বেড়ে চলেছে৷ তা সত্ত্বেও তাঁদের আর্থিক অবদান বেশি৷ ভবিষ্যতে বিদেশিদের মধ্যে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের প্রবণতা বাড়লে তাঁরা আরও বেশি বেতনের চাকুরি করতে পারবেন৷ সে ক্ষেত্রে রাষ্ট্রীয় কাঠামোয় তাদের আর্থিক অবদানও বাড়বে৷ তাই ভালো শিক্ষা নীতিকেই অভিবাসন নীতির মূলমন্ত্র করে তোলা উচিত বলে গবেষকরা মনে করেন৷

এ তো গেল জার্মানিতে বসবাসরত সেই সব মানুষদের কথা, যাদের বিদেশি পাসপোর্ট রয়েছে৷ ভবিষ্যতে জার্মানির জন্য অভিবাসনের গুরুত্ব কতটা? গবেষকদের মতে, প্রতি বছর যদি ২ লক্ষ করে বিদেশি জার্মানিতে থাকতে আসেন, সে ক্ষেত্রে জার্মানির প্রত্যেক বাসিন্দাকে সরকারি কোষাগারে ৪০০ ইউরো কম জমা দিতে হবে৷ তাই উচ্চশিক্ষিত ও দক্ষ বিদেশিদের জার্মানিতে আসতে আরও উৎসাহ দেওয়া উচিত বলে তাঁরা মনে করেন৷ তবে এমন অভিবাসীদের জন্য জার্মানি বর্তমানে মোটেই তেমন আকর্ষণীয় নয়৷ ইউরোপের দক্ষিণের অনেক দেশে সংকটের কারণে বাধ্য হয়ে উচ্চশিক্ষিত মানুষ জার্মানিতে এসে বসবাস করছেন বটে, কিন্তু সংকট কেটে গেলে তাঁদের স্বদেশে ফিরে যাবার সম্ভাবনা বেশি৷ তাই সেরা মগজ আকর্ষণ করার প্রতিযোগিতায় জার্মানিকে আরও উদ্যোগ নিতে হবে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)