1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কারাগারে ১৫০ উগ্র ইসলামপন্থি

২৩ ফেব্রুয়ারি ২০১৮

জার্মানির বিভিন্ন কারাগারে দেড়শ'র মতো উগ্র ইসলামপন্থি আটক রয়েছে ও তাদের সংখ্যা আগামীতে আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ মনে করে, এই উগ্রপন্থিদের মত ও আচরণ পাল্টানো জরুরি৷

https://p.dw.com/p/2tCAe
ছবি: picture-alliance/dpa/A. Dedert

‘ডি ভেল্ট’ পত্রিকায় প্রকাশিত জার্মান ফেডারাল অপরাধ দপ্তর বিকেএ-র পরিসংখ্যান অনুযায়ী, জার্মান জেলগুলিতে বিপজ্জনক ইসলামপন্থিদের সংখ্যা প্রায় ১৫০৷ হয় তারা দণ্ডপ্রাপ্ত আসামী, নয় তো তারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তাধীন বলে বিকেএ জানিয়েছে৷ এছাড়া উগ্র ইসলামি মতবাদের প্রতি সহানুভূতিশীল বা প্রত্যক্ষভাবে মদতকারী কিছু ব্যক্তিও জেলে আটক রয়েছে৷

‘‘আগামী কয়েক বছরের মধ্যে আমাদের জেলগুলিতে ইসলামি চরমপন্থিদের সংখ্যা বাড়বে বলে ধরে নেয়া যেতে পারে,’’ হেসে রাজ্যের আইনমন্ত্রী ও সিডিইউ রাজনীতিক এফা ক্যুহনে-হ্যোরমান ‘ডি ভেল্ট’ পত্রিকার সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন৷ এই প্রসঙ্গে তিনি সারা দেশে ইসলামপন্থিদের বিরুদ্ধে শত শত চলতি তদন্তের কথাও উল্লেখ করেন৷

জার্মান কারাগারগুলির অবস্থা

জার্মান জেলগুলিতে বিপুল সংখ্যক ইসলামপন্থির উপস্থিতি ‘‘(জেলে) উগ্রপন্থিদের মত পরিবর্তন ও সন্ত্রাস প্রতিরোধ কর্মসূচির পক্ষে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে,’’ বলে ক্যুহনে-হ্যোরমান সাবধান করে দেন৷

তিনি বলেন যে, চরমপন্থিদের পুনরায় সমাজে অন্তর্ভুক্ত হতে সাহায্য করার জন্য কারাগারগুলিকে ব্যবহার করা না হলে, ‘‘উগ্র ইসলামপন্থি ও যাদের জার্মানিতে থাকার আশা নেই,’’ এমন সব ব্যক্তিদের অপরিবর্তিত মনোভাব নিয়ে জনজীবনে ফিরিয়ে দিতে হতে পারে৷

গত ডিসেম্বর মাসে জার্মান কর্তৃপক্ষ স্বীকার করেন যে, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে পাঁচগুণ বেশি সন্ত্রাস সংক্রান্ত তদন্ত চালু করা হয়েছে৷ সন্ত্রাসবাদী কার্যকলাপের সন্দেহে প্রায় ১,২০০ তদন্ত চলেছে, যার মধ্যে প্রায় ৮০ ভাগের ক্ষেত্রে কোনো-না-কোনো ইসলামি সংযোগ আছে৷ অন্যান্যদের মধ্যে উগ্রপন্থি মওলানা, অসফল আততায়ী ও সিরিয়া বা ইরাক থেকে ফেরা যোদ্ধাদের বিরুদ্ধে তদন্ত চলেছে৷

‘ডি ভেল্ট' পত্রিকার বিবরণ অনুযায়ী, জার্মানির কারাগারকর্মী সমিতি বলেছে যে, ইসলামপন্থি বন্দিদের সংখ্যা কারাগারের কর্মীদের পক্ষে একটি বর্ধিত নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে – যে কারণে সমিতি জেলকর্মীদের জন্য অতিরিক্ত প্রশিক্ষণ দাবি করেছে৷

প্রতিবেশী দেশ ফ্রান্সে কারাগার প্রহরীরা গতমাসে ধর্মঘট করেন; দেশের কারাগারগুলিতে বন্দিসংখ্যা বাড়ার সঙ্গে সহিংসতাও বেড়েছে বলে তাদের অভিযোগ৷

সংশ্লিষ্ট ঘটনায় জার্মানি থেকে আগত এক বন্দি ইসলামপন্থি জঙ্গি একটি কাঁচি নিয়ে জেলরক্ষীদের আক্রমণ করে৷

এসি/এসিবি (ডিপিএ, কেএএনএন)