জার্মানিতে দুটি চাকরি করতে হচ্ছে
২২ জানুয়ারি ২০২০জার্মানির বাম দলের এক প্রশ্নের জবাবে কর্মসংস্থান সংস্থা জানায়, গত বছরের জুন মাসের শেষ পর্যন্ত ৩৫ লাখ ৩৮ হাজার মানুষ একের বেশি চাকরি করছিলেন৷ এক বছর আগের তুলনায় সংখ্যাটি এক লাখ ২৩ হাজার ছয়শ জন বেশি৷
এদের মধ্যে প্রায় ৩০ লাখ জন পূর্ণকালীন চাকরির পাশাপাশি মাসে সাড়ে চারশ ইউরো কিংবা তার চেয়ে কম আয় হয় এমন চাকরি করেছেন৷
প্রায় দুই লাখ ৬০ হাজার সাতশ জন দুই বা তার বেশি মিনি-জব করেন৷
নয়ে অসনাব্র্যুকার সাইটুং পত্রিকায় এসব তথ্য প্রকাশিত হয়েছে৷
হানস-ব্যোকলার ফাউন্ডেশনের এক জরিপ বলছে, যাঁরা দুটি চাকরি করছেন তাঁদের ৫৩ শতাংশ জানিয়েছেন, আর্থিক অসুবিধা কাটাতে তাঁরা এমন পথ বেছে নিয়েছেন৷
এই অবস্থায় ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন বাম দলের সাংসদ জাবিনে সিমারমান৷ তিনি এটি বাড়িয়ে ঘণ্টায় ১২ ইউরো করার দাবি করেছেন৷ বর্তমানে এটি ৯.৩৫ ইউরো৷ ‘‘অনেক কর্মীর জন্য একটি চাকরি থেকে আয় যথেষ্ট নয়,'' বলেন তিনি৷
ক্রিস্টি প্লাডসন/জেডএইচ