নব্য-নাৎসিরা পালিয়ে বেড়াচ্ছে
৫ জুন ২০১৭সংসদে এক প্রশ্নের জবাবে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে বলে রবিবার ফুংকে মিডিয়া গ্রুপের সংবাদপত্রগুলো জানিয়েছেন৷
পালিয়ে থাকাদের মধ্যে ১০৪ জনের বিরুদ্ধে সহিংস অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ আর ১০৬ জন রাজনৈতিক উসকানিমূলক অপরাধের সঙ্গে জড়িত৷ ৯৮ জন ২০১৫ সাল বা তারও আগে থেকে পালিয়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
ডানপন্থি সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত অপরাধীদের মধ্যে গ্রেপ্তার এড়ানোর সংখ্যা বাড়ছে৷ ২০১৫ সালে ৩৭২ জন সন্ত্রাসী পলাতক অবস্থায় ছিল কিংবা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল বলে বিশ্বাস করা হয়৷
নব্য-নাৎসিদের দল ‘এনএসইউ ২০০০' থেকে ২০০৭ সাল পর্যন্ত সক্রিয় ছিল৷ এই সময়ের মধ্যে তারা ১০ জন বিদেশিকে হত্যা, দুটো বোমা হামলার ঘটনা ও ১৫ টি ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত ছিল৷
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কয়েকটি নিষিদ্ধ নব্য-নাৎসি গ্রুপ তাদের কার্যক্রম আবারও শুরু করেছে৷ যেমন, ২০০০ সালে ‘কমব্যাট ১৮' নামে একটি গোষ্ঠী ও তাদের সমর্থক ‘ব্লাড অ্যান্ড অনার' গ্রুপকে নিষিদ্ধ করেছিল বার্লিন রাজ্য কর্তৃপক্ষ৷ তবে গত চার বছর ধরে ‘কমব্যাট ১৮' আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানুয়ারিতে জানায় কর্তৃপক্ষ৷
‘খুবই উদ্বেগের'
অভ্যন্তরীণ নীতি বিষয়ক বাম দলের মুখপাত্র উলা ইয়েল্পকে ফুংকে মিডিয়া গ্রুপকে বলেছেন, এত সংখ্যক অপরাধীর পালিয়ে থাকার সংখ্যা জেনে তিনি আতংক বোধ করছেন৷ ‘‘এতজন নব্য-নাৎসির এতদিন ধরে পালিয়ে থাকার খবর জেনে আমি খুবই উদ্বিগ্ন,'' বলেন তিনি৷
পরিসংখ্যান বলছে, অপরাধীদের ধরতে কর্তৃপক্ষ তাদের তৎপরতা এখনও বাড়ায়নি৷
রেবেকা স্টাউডেনমায়ার/জেডএইচ