1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মসজিদের ইমামদের প্রশিক্ষণ

২৬ জুন ২০১০

জার্মান মুসলমানদের ধর্মকর্ম পালনের জন্য রয়েছে প্রায় ২৫০০ মসজিদ৷ সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডের সঙ্গেও সম্পৃক্ত মসজিদগুলি৷ তাই জার্মানির মসজিদগুলির ইমামদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন চিন্তাভাবনা করা হচ্ছে৷

https://p.dw.com/p/O3sk
জার্মানিতে একটি মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরাছবি: AP

সম্প্রতি এই বিষয়টি নিয়ে কনরাড আডেনাউয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বার্লিনে এক সম্মেলন হয়ে গেল৷

জার্মানির মসজিদে কর্মরত রয়েছেন দুই হাজারেরও বেশি ইমাম৷ তাঁদের বেশিরভাগই জার্মানিতে কোনো প্রশিক্ষণ নেননি৷ অল্প কয়েক বছর ধরে আছেন তাঁরা জার্মানিতে৷ আয়ত্ত করেননি জার্মান ভাষাটাও, জার্মান মুসলিমদের জীবনযাত্রা সম্পর্কেও স্পষ্ট ধারণা নেই তাঁদের৷ এই পরিস্থিতির আমূল পরিবর্তনের ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে এখন৷ জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিতে ভাষা শিক্ষার পাশাপাশি ধর্ম শিক্ষা ও গবেষণার ব্যবস্থা করা হবে ইমামদের জন্য৷ আশা করা হয়, এর মাধ্যমে মুসলিম জনসাধারণকে এখানকার সমাজে সম্পৃক্ত করার পথটি সহজ হবে৷

জার্মানিতে ৪০ লক্ষ মুসলমান বসবাস করেন৷ এদের মধ্যে বেশিরভাগই তুর্কি বংশোদ্ভূত৷ ইমামদেরও তিন চতুর্থাংশ তুর্কি বংশোদ্ভূত৷ বাকিরা এসেছেন সাবেক ইউগোশ্লাভিয়া ও উত্তর আফ্রিকা থেকে৷

জার্মান শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের রাষ্ট্রসচিব টমাস রাখেল এ প্রসঙ্গে বলেন, ‘‘নিঃসন্দেহে বলা যায়, ইমামরা আমাদের দেশের মুসলিমদের জন্য এক আদর্শ৷ পরিবারের বাইরে ধর্ম শিক্ষার মূল দায়িত্ব তাঁদের হাতেই ন্যস্ত৷ একটি অমুসলিম পরিবেশে ইসলাম ধর্ম পালনের নিয়ম কানুনগুলো বুঝিয়ে দেন তারা মুসলিমদের৷''

টমাস রাখেল আরো জানান, ইমামরা মুসলিম জনগোষ্ঠীকে জার্মান সমাজে সম্পৃক্ত করার ব্যাপারে ইতিবাচক প্রভাব রাখতে পারেন, কাজ করতে পারেন সেতু হিসাবে৷

জার্মান সরকার মনে করে, বিশ্ববিদ্যালয়গুলি ইমামদের প্রশিক্ষণের ব্যাপারে উপযুক্ত প্রতিষ্ঠান৷ অন্যান্য বিষয়ের মত একটি সমমর্যাদাসম্পন্ন বিষয় হিসাবে ইসলাম ধর্ম শিক্ষারও ব্যবস্থা করা প্রয়োজন৷ বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলাম শিক্ষা চালু করার ব্যাপারে রাজ্য সরকারকে সাহায্যের জন্য এগিয়ে আসার আশ্বাস দিয়েছে কেন্দ্র৷ অসনাব্রুক ইউনিভার্সিটির ধর্ম শিক্ষাবিদ রাউফ সাইলান মনে করেন, এজন্য যোগ্য মুসলিম শিক্ষাবিদের প্রয়োজন সবচেয়ে বেশি৷

অসনাব্রুক বিশ্ববিদ্যালয়ের আন্তঃসাংস্কৃতিক কেন্দ্রের ইসলাম বিজ্ঞানী ব্যুলেন্ট উচার ইমামদের প্রশিক্ষণের ব্যাপারে অপেক্ষা না করে এখনই কাজ শুরু করার পক্ষপাতী৷ তিনি বলেন, ‘‘এজন্য আমরা অভিবাসী ও শরণার্থী বিষয়ক দপ্তরের সহায়তায় একটি কর্মসূচি হাতে নিয়েছি৷ সেপ্টেম্বর -অক্টোবর মাস থেকে শুরু হবে কাজ৷ আমরা ইমামদের প্রশিক্ষণের পাশাপাশি ধর্ম শিক্ষার জন্য শিক্ষক প্রশিক্ষণেরও ব্যবস্থা করব, যা হবে নারী ও পুরুষদের জন্য সমানভাবে৷ কেননা মসজিদের কর্মকান্ডে বহু মহিলাও সক্রিয়৷''

ইসলাম শিক্ষা চালু করার ব্যাপারে ইতোমধ্যে জার্মানির বেশ কিছু বিশ্ববিদ্যালয় আগ্রহ প্রকাশ করেছে৷ ইমামদের জন্য স্নাতক কোর্স চালু করার পরিকল্পনা করছে অসনাব্রুক বিশ্ববিদ্যালয়৷ ম্যুনস্টার, হাইডেলব্যার্গ ও ট্যুবিংগেন বিশ্ববিদ্যালয়ও বিভিন্ন পর্যায়ে ইসলামবিদ্যা চালু করার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক