জার্মানিতে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস নিয়ে বিতর্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩ইউক্রেনের উপর রাশিয়ার হামলার বর্ষপূর্তির ঠিক আগে ইউরোপীয় দেশগুলির প্রতিরক্ষার ক্ষমতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে৷ এক বছর ধরে ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম সরবরাহ করতে গিয়ে জাতীয় সেনাবাহিনী ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলি হিমশিম খাচ্ছে৷ বিশেষ করে কয়েক দশক ধরে অবহেলার পর জার্মানির মতো দেশের প্রতিরক্ষার বেহাল অবস্থা নিয়ে তুমুল তর্কবিতর্ক চলছে৷
সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন জার্মানির নতুন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস৷ চ্যান্সেলর ওলাফ শলৎস গত বছরই প্রতিরক্ষা খাতের জন্য এককালীন ১০ হাজার কোটি ইউরো বরাদ্দ করেছেন৷ ন্যাটোর লক্ষ্যমাত্রা পূরণে বাৎসরিক প্রতিরক্ষা বাজেটও জিডিপি-র দুই শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা পূরণ করেছেন৷ সেইসঙ্গে জার্মান সেনাবাহিনী ‘বুন্ডেসভেয়ার'-এর আমূল সংস্কারের প্রয়োজনীয়তাও স্বীকার করছে তাঁর সরকার৷ কিন্তু পিস্টোরিউসের মতে, এমন সব পদক্ষেপই যথেষ্ট নয়৷ সেনাবাহিনীর লোকবল বাড়াতে নির্দিষ্ট বয়সের পুরুষদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ আবার চালু করার প্রস্তাব নিয়েও আলোচনা করা উচিত৷ সংবাদ সংস্থা ডিপিএ-কে পিস্টোরিউস বলেন, শুধু যুদ্ধবিগ্রহ নয়, বিপর্যয়ের সময়েও এই বাড়তি লোকবল কাজে লাগবে৷ উল্লেখ্য, ২০১১ সালে জার্মান তরুণদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছিল৷
জার্মান প্রতিরক্ষামন্ত্রীর এমন যুক্তির বিরুদ্ধে জোট সরকারের মধ্যেই জোরালো প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷ সরকারের শরিক উদারপন্থি এফডিপি দলের বিচারমন্ত্রী মার্কো বুশমান বলেন, তরুণ প্রজন্ম এমনিতেই করোনা মহামারির কারণে সাম্প্রতিক বছরগুলিতে যথেষ্ট কষ্ট সহ্য করেছে৷ তাই এমন অবস্থায় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা একেবারেই কাম্য নয়৷ বুশমান বলেন, জার্মানির লাখ লাখ মানুষ নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই স্বেচ্ছায় সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন৷
জার্মান সেনাবাহিনীর রিজার্ভ সংগঠন প্রতিরক্ষামন্ত্রীর ভাবনার প্রতি সমর্থন জানিয়েছে৷ সংগঠনের প্রধান পাট্রিক সেন্সবুর্গ এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, সেনাবাহিনীর মৌলিক দায়িত্ব হলো দেশের সুরক্ষা নিশ্চিত করা৷ তার জন্য আরও সরঞ্জামের পাশাপাশি লোকবল বাড়ানোও প্রয়োজন৷ বাধ্যতামুলক মিলিটারি সার্ভিস ছাড়া সেটা সম্ভব নয় বলে সেন্সবুর্গ মনে করেন৷
সেন্সবুর্গ আরও বলেন, বর্তমানে জার্মানির সুরক্ষার জন্য প্রায় সাড়ে তিন লাখ সক্রিয় সৈন্য এবং ১২ লাখ রিজার্ভ সৈন্যের প্রয়োজন৷ অথচ এই মুহূর্তে দুই লাখেরও কম সৈন্য ও ৩০ হাজার রিজার্ভ সৈন্য সক্রিয় রয়েছেন৷ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ছাড়া সেই ঘাটতি মেটানো সম্ভব নয় বলে তিনি মনে করেন৷
বুন্ডেসভেয়ারের ইন্সপেক্টর জেনারেল এবারহার্ড সর্ন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের পুরানো কাঠামো আবার চালু করার প্রস্তাবের বিরোধিতা করেছেন৷ ‘ডি ভেল্ট' সংবাদপত্রকে তিনি বলেন, শুধু তরুণদের জন্য সেনাবাহিনীতে ছয় মাসের বাধ্যতামূলক কার্যকাল আর যুগোপযোগী নয়৷ তার চেয়ে নারী-পুরুষ নির্বিশেষে এক বছরের বাধ্যতামূলক সার্ভিসের পক্ষে সওয়াল করেন সর্ন৷ এর আওতায় শুধু সেনাবাহিনী নয়, নাগরিক সমাজের জন্যও প্রশিক্ষণ দেওয়া যেতে পারে৷ তবে এমন পদক্ষেপের জন্য রাজনৈতিক সদিচ্ছা সম্পর্কে সংশয় প্রকাশ করেন তিনি৷
এসবি/কেএম (ডিপিএ, এএফপি)