1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকার কোকেন জব্দ

২ আগস্ট ২০১৯

শুক্রবার জার্মান বন্দর নগর হামবুর্গের শুল্ক বিভাগ সাড়ে চার টন কোকেন জব্দ করে৷ এর মূল্য এক বিলিয়ন ইউরো বা বাংলাদেশি টাকায় ৯ হাজার ৩৭৬ কোটি টাকা (শুক্রবারের হিসেবে)৷

https://p.dw.com/p/3NFIP
Kokainfund in Deutschland
ছবি: picture-alliance/AP Photo

জার্মানির উত্তরাঞ্চলের শহর হামবুর্গের শুল্ক বিভাগ জানিয়েছে, দুই সপ্তাহ আগে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও থেকে দু'টি রহস্যজনক কন্টেইনার হামবুর্গ বন্দরে এসে পৌঁছায়৷ এগুলোর গন্তব্য ছিল বেলজিয়ামের শহর অ্যান্টওয়র্প৷

কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, এগুলোর বিবরণে লেখা ছিল যে এর মধ্যে সয়াবিন আছে৷ কিন্তু তারা পরীক্ষা করে ২২১টি স্পোর্টসব্যাগে সংকুচিত কোকেনের চার হাজার ২০০টি প্যাকেট পায়৷

‘‘জার্মানিতে এর আগে কোকেনের এত বড় চালান আটক হয়নি,'' বিবৃতিতে বলা হয়৷ এই চালানটি কার বরাবর যাবার কথা ছিল, তা খতিয়ে দেখছে হামবুর্গের প্রসিকিউটরের অফিস৷

বিবৃতিতে জানানো হয়, জব্দ করা কোকেনগুলো অত্যন্ত নিরাপত্তার সঙ্গে নষ্ট করে দেয়া হয়েছে৷

জেডএ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য