1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ট্রেন সংঘর্ষ, নিহত ১০

৯ ফেব্রুয়ারি ২০১৬

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ এখনও নিখোঁজ দু’জন৷ আহত ১০ জনের অবস্থা আশংকাজনক, আটজনের অবস্থা গুরুতর, বাকি ৬৩ জন সামান্য আঘাত পেয়েছেন৷ দক্ষিণের বাভারিয়া রাজ্যে এই দুর্ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/1HrrG
Deutschland Zugunglück bei Bad Aibling Bergungsarbeiten
ছবি: picture-alliance/dpa/J. Reisner

পুলিশের মুখপাত্র স্টেফান সনটাগ বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, ‘‘মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার কিছু আগে রোজেনহাইম ও হোলৎসকির্শেন-এর মধ্যে চলাচলকারী দু'টি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷'' গত কয়েক বছরের মধ্যে ঐ অঞ্চলে এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা বলে জানান তিনি৷

নিহতদের মধ্যে দুই ট্রেনের চালক থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ৷ ট্রেন দুটিতে প্রায় দেড়শ যাত্রী ছিলেন৷

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও বাভারিয়ার মুখ্যমন্ত্রী হোর্স্ট জেহোফার দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

Karte Bad Aibling Englisch

পনেরটি হেলিকপ্টার ব্যবহার করে আহত যাত্রীদের আশেপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য পুলিশ, প্যারামেডিকস, দমকল ও রেডক্রস কর্মীদের নিয়ে প্রায় ৫০০ সদস্যের ঊদ্ধার দল গঠন করা হয়৷

বাভারিয়া রাজ্যের বাড আইব্লিং এলাকায় এই ঘটনা ঘটে৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য