1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এভিয়েশন ম্যানেজমেন্ট

২৬ মার্চ ২০১২

যাঁরা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা ভবিষ্যতে এই পেশায় আসতে চান, তাঁদের জন্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাড হনেফ হতে পারে নিজেকে তৈরি করার আদর্শ স্থান৷

https://p.dw.com/p/14S4W
ছবি: Lufthansa

বন শহরের কাছে অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাড হনেফ৷ বিশ্ববিদ্যালয়টি বেসরকারি৷ তাই এই বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ নেই৷ কেউ যদি এখানে পড়তে চায় তাহলে তাকে নিজ খরচে পড়তে হবে৷ তবে সুখবর হল এই বিশ্ববিদ্যলয়ে পড়ানো হয় পুরোপুরি ইংরেজি ভাষায়৷

এভিয়েশন ম্যানেজমেন্টে যাঁরা কাজ করতে চান বা করছেন, তাঁদের জন্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাড হনেফ হচ্ছে আদর্শ স্থান৷ ইউরোপে হাতে গোনা মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয় এভিয়েশন বিষয়টি নিয়ে পড়াচ্ছে৷ সেই তালিকায় শীর্ষে অবস্থান করছে আইইউবিএইচ৷

Lufthansa erster Flug mit dem Airbus A380 nach Russland
ককপিটে কাজ করার সুযোগ পাবে ছাত্র-ছাত্রীরাছবি: DW

বাংলাদেশের ছাত্র সাইফুল ভুইয়া রনি আইইউবিএইচ-এ এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সটি করছেন৷ তাঁর কোর্স শুরু হয়েছে গত বছরের অক্টোবর মাসে এবং শেষ হবে ২০১৪ সালের সেপ্টেম্বরে৷ যখন তিনি তাঁর কোর্স শেষ করবেন তখন পাইলট হিসেবে ২৫ ঘন্টার ফ্লাইং আওয়ার্সও তিনি পাবেন৷ এটা কোর্সেরই একটি অংশ৷ ঢাকায় বসে কীভাবে নিজেকে এই কোর্সের জন্য তৈরি করেছেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘আসলে শুধু জার্মানিতে এসে পড়াশোনা করা নয়, অনেক আগে থেকেই এভিয়েশন বিষয় নিয়ে পড়ার শখ আমার ছিল৷ এছাড়া পাইলট প্রফেশনটা আমার দারুণ লাগে৷ তাই আমি সবসময়ই চিন্তা করতাম এই বিষয়ে পড়ার৷ কিন্তু বাংলাদেশে এই লাইনে পড়ার সুযোগ খুই কম৷ এছাড়া যা আছে তার মান খুব একটা ভাল না৷ ঢাকায় আমি আমার পড়াশোনার পাশাপাশি এই বিষয়ে একটা কোর্সও করেছি৷ এয়ারলাইন্স এবং টিকেটিং ম্যানেজমেন্টের ওপর৷''

এভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে ব্যাচেলর করার সুযোগ দিচ্ছে আইইউবিএইচ৷ ছয় সেমেস্টারের কোর্স৷ এর মধ্যে এক সেমেস্টার ইন্টার্নশিপ৷ এবং তা হবে জার্মানির শীর্ষ স্থানীয় এয়ারলাইন্স লুফটহান্সা সঙ্গে৷ এই কোর্সে ভর্তির আবেদন পত্র গ্রহণ করা হয় প্রতিবছর মার্চ এবং সেপ্টেম্বর মাসে৷ ইউরোপীয় এবং জার্মান ছাত্র-ছাত্রীর জন্য প্রতি সেমেস্টারে টিউশন ফি সাড়ে চার হাজার ইউরো এবং এশিয়া, আফ্রিকা এবং অ্যামেরিকার ছাত্র-ছাত্রীর জন্য টিউশন ফি চার হাজার আটশো চল্লিশ ইউরো৷

কেন জার্মানি বেছে নিলেন? সাইফুল ভুইয়া রনির উত্তর, ‘‘জার্মানিতে পড়াশোনার খরচ অন্যান্য দেশগুলোর তুলনায় এখনো অনেক কম৷ এই কোর্স অ্যামেরিকা, ক্যানাডা বা ব্রিটেনে এত অল্প টিউশন ফি-তে করা সম্ভব নয়৷ আমাদের দেশের খুব কম মানুষ অ্যামেরিকা বা ক্যানাডায় এভিয়েশন বিষয় নিয়ে পড়তে যেতে পারবেন৷ খরচ আকাশ ছোঁয়া৷ আর এখানে পড়াশোনার মান ইউরোপে বা অ্যামরিকার কোন দেশের চেয়ে কম নয়৷ তাই মান এবং পড়াশোনার খরচ দুটো যখন এক করলাম, তখন জার্মানি উঠে আসলো প্রথম পছন্দে৷''

St. Anno Park Campus Path2University
আইইউবিএইচ ক্যাম্পাসছবি: Ulrich Bremer

এভিয়েশন ম্যানেজমেন্টে আইইউবিএইচ জার্মানির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়৷ এখানে যাঁরা পড়ান, তাঁদের সবারই এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে৷ এই কোর্সের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পাইলট লাইসেন্স কোর্স করারও সুযোগ দিচ্ছে৷

সাইফুল ইসলাম নিজ খরচে পড়াশোনা করছে৷ কোন সমস্যা হচ্ছে কী? হলে কোন ধরণের? তিনি জানালেন, ‘‘নিজের খরচে কেউ যদি এভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করতে চায়, তাহলে তার জন্য খুবই কঠিন হবে৷ বিশেষ করে তৃতীয় বিশ্ব থেকে যারা আসবে৷ কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে কোন বৃত্তি দেয়া হয়না৷ আমি আগে থেকেই জানতাম যে, আমাকে কেমন পয়সা খরচ করতে হবে আমি তৈরি ছিলাম৷ তবে যে খরচ আইইউবিএইচ চাচ্ছে সেটা দেয়া যায়৷ কারণ পড়াশোনার মান বেশ ভাল৷ কেউ যদি মনে করে থাকে যে পড়বো, আর পাশাপাশি চাকরি করবো – সেটা হবে বিরাট ভুল৷ কারণ পড়ার চাপে কাজ করার সময়ই পাওয়া যাবে না৷ আমি এ বছরের শেষে লুফটহান্সা'য় এক সেমেস্টার কাজ করবো৷ বিশ্ববিদ্যালয়ই ব্যবস্থা করে দিচ্ছে৷''

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাড হনেফ'এর সঙ্গে লুফটহান্সা'র বিশেষ একটি চুক্তি রয়েছে৷ যাঁরা এভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন, তাঁদের একটি সেমেস্টার কাটাতে হবে এয়ারলাইন্সের সঙ্গে৷ ককপিটে তাঁরা কাজ করবেন৷ অর্থাৎ ক্যারিয়ার শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থাতেই৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য