জার্মানিতে অভ্যুত্থান পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান
২৩ ফেব্রুয়ারি ২০২৩জার্মান পুলিশ ছয়টি অ্যাপার্টমেন্ট ও লাগোয়া তিনটি বাড়িতে অভিযান চালিয়েছে৷ সেখানে অভিযুক্তরা বিরাট এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সরকার পতনের ষড়যন্ত্র করছিলেন৷ অভিযানে ৭০ জন পুলিশ সদস্য অংশ নেন৷
জার্মানির অতিডানপন্থি রাইশব্যুর্গার আন্দোলনের সঙ্গে এদের সংযোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে৷ রাইশব্যুর্গারের সদস্যরা বর্তমান জার্মান সরকারের কর্তৃত্ব মানতে নারাজ৷ তারা ১৮৭১ সালে প্রতিষ্ঠিত জার্মান সাম্রাজ্যের পুনর্বহাল চান৷ এর আগে গত ডিসেম্বরে অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের ষড়যন্ত্র করা এই আন্দোলনের সদস্যদের ধরতে দেশব্যাপী অভিযান চালায় পুলিশ৷ ছয় জনের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ গঠন করা হয়৷ সেই অভিযোগের তদন্তের অংশ হিসেবেই আবারো এই অভিযান চালানো হলো৷
ধারণা করা হচ্ছে, প্রায় এক লাখেরও বেশি মানুষ এই অভ্যুত্থানের প্রস্তুতির সঙ্গে যুক্ত৷ তাদের অনেকেই অতিডানপন্থি দলগুলোর অংশ৷ মিউনিখের সরকারি তদন্তকারী দপ্তর এক বিবৃতিতে জানায়, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে বাদীরা জার্মানিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউটের পরিকল্পনা এবং রাজনৈতিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করেন৷ তারা একটি সন্ত্রাসী সংগঠন তৈরির পরিকল্পনাও করেন বলে অভিযোগ গঠন করা হয়েছে৷
জেডএ/এসিবি (ডিপিএ/এএফপি)