1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেদায়েৎ কারামুক্ত

৩ জানুয়ারি ২০১৯

জামিন পাওয়ায় কারামুক্ত হলেন বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন -এর খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন৷ বৃহস্পতিবার খুলনার দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন৷

https://p.dw.com/p/3B05b
Symbolbild - polizeiliche Festnahme
ছবি: picture-alliance/dpa/P. Zinken

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফলে ‘গরমিল' সংক্রান্ত একটি খবর প্রকাশের দায়ে খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়৷ তাঁদের একজন ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের খুলনা বিভাগীয় প্রতিনিধি হেদায়েৎ হোসেন, অপরজন দৈনিক মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলাম৷

মামলাটি দায়ের করেন খুলানার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দেবাশীষ চৌধুরী৷ সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ইন্সপেক্টর ইব্রাহিম সোহেল ডয়চে ভেলেকে জানান, ‘‘উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েৎ হোসেন ও রাশিদুল ইসলামের বিরুদ্ধে ৩১ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন৷ ওই মামলার ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হেদায়েৎ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান তিনি৷ পরে  আদালত হেদায়েৎকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

মিথ্যা বলছেন খুলনার রিটার্নিং কর্মকর্তা?

এফএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য