জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কবে কত আসন
বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে৷ সেই থেকে গত ৪৮ বছরে অনুষ্ঠিত প্রায় সব জাতীয় নির্বাচনেই জনপ্রিয়তার প্রমাণ রেখেছে দলটি৷ গত দশটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অর্জন নিয়েই এই ছবিঘর...
নির্বাচন বর্জনের শীর্ষে
বিএনপি প্রতিষ্ঠার পর দেশে মোট জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ১০টি৷ এর মধ্যে তিনটিতে, অর্থাৎ ১৯৮৬, ১৯৮৮ ও ২০১৩ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি দলটি৷ সমসাময়িক দলগুলোর মধ্যে বিএনপিই কিন্তু নির্বাচন বর্জনের তালিকার শীর্ষে৷
প্রতিষ্ঠার পরই ক্ষমতায়
তখনকার সেনাপ্রধান জিয়াউর রহমান ক্ষমতায় এসে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)৷ প্রতিষ্ঠার এক বছর পর, ১৯৭৯ সালের নির্বাচনে জয়লাভের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসে দলটি৷ ৩০০ আসনের মধ্যে ২০৭ টি আসন পায় তারা৷ মোট এক কোটি ৯৬ লাখ ৭৬ হাজার ১২৪ টি ভোটের মধ্যে ৭৯ লাখ ৩৪ হাজার ২৩৬ টি ভোট পায় দলটি৷
নির্বাচন বর্জনের শুরু
স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে দু’বার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়৷ প্রথমটি হয় ১৯৮৬ সালে ও পরেরটি ১৯৮৮ সালে৷ এ দুই নির্বাচনের কোনোটিতেই অংশগ্রহণ করেনি বিএনপি৷
জামায়াতের সমর্থনে ক্ষমতায়
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রায় দশ বছর পর ক্ষমতায় ফের দলটি৷ সংসদের মোট ৩০০ টি আসনের মধ্যে ১৪০ আসনে জয়ী হয় তারা৷ সেই নির্বাচনে জামায়াতে ইসলামী পায় ১৮টি আসন৷ জামায়াতের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিএনপি৷ নির্বাচনে মোট তিন কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৮০৩ টি ভোট পড়ে, এর মধ্যে এক কোটি পাঁচ লাখ সাত হাজার ৫৪৯টি ভোট পায় দলটি৷
‘বিতর্কিত’ নির্বাচন
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগসহ বিরোধীদলগুলো তখন আন্দোলনে নামে৷ ফলে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে মূলত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের গড়া দল ফ্রিডম পার্টি ছাড়া আর কোনো দল অংশগ্রহণ করেনি৷ স্বাভাবিক কারণেই একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি৷
বিরোধী দল হয়ে সংসদে
বিরোধী দলগুলোর চাপের মুখে ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেয় বিএনপি৷ বিতর্কিত সেই নির্বাচনের তিন মাস পর, ১৯৯৬ সালের ১২ই জুন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন৷ ৩৩ দশমিক ৬০ শতাংশ ভোট এবং ৩০০ আসনের মধ্যে ১১৪টিতে জিতে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যায় দলটি৷
প্রথমবারের মতো এককভাবে ক্ষমতায়
২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৯৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি৷ তবে এককভাবে ক্ষমতায় আসার পেছনে ছিল জামায়াতের সাথে রাজনৈতিক সমঝোতা৷
ভরাডুবি
সেনা সমর্থিত সরকারের অধীনে ২০০৮ সালে অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন৷ নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয় দলটির৷ তবে সেবারও ৩৩ দশমিক ২ ভাগ ভোট পায় দলটি৷ তবে আসন পায় মাত্র ৩০টি৷
আবার বর্জন এবং সংসদের বাইরে
১৯৯৬ সালে তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নামসর্বস্ব একটি দলকে নিয়ে নির্বাচন করেছিল দলটি৷ অনেকটা একই রকমের ঘটনা ঘটে ২০১4 সালে৷ ক্ষমতাসীন মহাজোট সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে ১০ম জাতীয় সংসদ নির্বাচন করে৷ সেই নির্বাচন বর্জন এবং প্রতিহত করার ঘোষণা দেয়ার ফলে পাঁচ বছরের জন্য সংসদের বাইরে থেকে যায় দলটি৷