1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় কবি নজরুলের ৩৫তম মৃত্যুবার্ষির্কী পালিত

২৭ আগস্ট ২০১১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষির্কীতে পৃথিবীর সংকট আর অশান্তিতে তাঁর আদর্শ বেশি করে প্রচারের তাগিদ দিয়েছেন নজরুল গবেষকরা৷ তাঁরা বলেছেন নজরুল জাতীয় কবি হলেও তাঁর প্রতি একধরনের অবহেলা এখনো রয়েছে৷

https://p.dw.com/p/12OfC
জাতীয় কবি কাজী নজরুল ইসলামছবি: Harun Ur Rashid Swapan

তাঁর সৃষ্ঠিকে সারা বিশ্বে তুলে ধরার জন্য তাঁর সাহিত্য বিদেশি ভাষায় অনুবাদ করা প্রয়োজন৷

কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষির্কীতে তাঁর ভক্তরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কবির মাজারে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে তাঁর সমাধি সকাল থেকেই ফুলে ফুলে ভরে ওঠে৷ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কবির মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়৷ সেখানে নজরুল গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন নজরুল বিদ্রোহের গান গেয়েছেন, গেয়েছেন সাম্যের গান৷ তিনি উঁচু নীচু ভেদ মানতেন না৷ মানতেন না জাত পাত৷ তাঁর চেতনায় ছিল এক সাম্যবাদী সমাজ ব্যবস্থা৷ আজকের এই অশান্তি আর হিংসার সময়ে নজরুলের আদর্শকে আমাদের আরো বেশি করে আঁকড়ে ধরতে হবে৷

কবির নাতনি খিল খিল কাজী বলেন কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দেয়া হলেও তিনি এখনো অনেকটা উপেক্ষিত৷ তাঁর সাহিত্যকর্ম সবার মাঝে ছড়িয়ে দেয়ার তেমন কোন উদ্যোগ নেই৷ নজরুল ইনস্টিটিউট তাঁর সাহিত্য নিয়ে কাজ করলেও তা যথেষ্ট নয়৷ তাঁর কবিতা, গান, নাটক, গীতিকাব্য বিদেশি ভাষায় অনুবাদের উদ্যোগ নিতে হবে৷

এদিকে শনিবার রাজধানীতে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ নজরুল ইনস্টিউটের আলোচনা সভার বক্তারা বলেন দেশের প্রয়োজনে নজরুল চর্চা বাড়াতে হবে৷ জোর দিতে হবে নজরুল গবেষণায়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক