জাতীয় কবি নজরুলের ৩৫তম মৃত্যুবার্ষির্কী পালিত
২৭ আগস্ট ২০১১তাঁর সৃষ্ঠিকে সারা বিশ্বে তুলে ধরার জন্য তাঁর সাহিত্য বিদেশি ভাষায় অনুবাদ করা প্রয়োজন৷
কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষির্কীতে তাঁর ভক্তরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কবির মাজারে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে তাঁর সমাধি সকাল থেকেই ফুলে ফুলে ভরে ওঠে৷ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কবির মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়৷ সেখানে নজরুল গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন নজরুল বিদ্রোহের গান গেয়েছেন, গেয়েছেন সাম্যের গান৷ তিনি উঁচু নীচু ভেদ মানতেন না৷ মানতেন না জাত পাত৷ তাঁর চেতনায় ছিল এক সাম্যবাদী সমাজ ব্যবস্থা৷ আজকের এই অশান্তি আর হিংসার সময়ে নজরুলের আদর্শকে আমাদের আরো বেশি করে আঁকড়ে ধরতে হবে৷
কবির নাতনি খিল খিল কাজী বলেন কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দেয়া হলেও তিনি এখনো অনেকটা উপেক্ষিত৷ তাঁর সাহিত্যকর্ম সবার মাঝে ছড়িয়ে দেয়ার তেমন কোন উদ্যোগ নেই৷ নজরুল ইনস্টিটিউট তাঁর সাহিত্য নিয়ে কাজ করলেও তা যথেষ্ট নয়৷ তাঁর কবিতা, গান, নাটক, গীতিকাব্য বিদেশি ভাষায় অনুবাদের উদ্যোগ নিতে হবে৷
এদিকে শনিবার রাজধানীতে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ নজরুল ইনস্টিউটের আলোচনা সভার বক্তারা বলেন দেশের প্রয়োজনে নজরুল চর্চা বাড়াতে হবে৷ জোর দিতে হবে নজরুল গবেষণায়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক