1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় কবি নজরুলের প্রতি বাংলাদেশের শ্রদ্ধার্ঘ

২৫ মে ২০১১

আজ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্ম বার্ষিকী৷ সকালে কবির মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণ করে নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন৷ ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি৷

https://p.dw.com/p/11NrA
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামছবি: Harun Ur Rashid Swapan

সকাল হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কাবির মাজার ফুলে ফুলে ছেয়ে যায়৷ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে৷ শ্রদ্ধা জানাতে এসে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর বলেন, বাঙালির দুই কবি নজরুল আর রবীন্দ্রনাথ৷ তাঁরা আমাদের সমৃদ্ধ করে গেছেন৷ আর তাঁরা যেন ছিলেন পরস্পরের সারথি৷

নজরুলের পরিবারের সদস্যরাও আসেন কবির মাজারে৷ কবির নাতনি খিল খিল কাজী সহ পরিবারের সদস্যরা বলেন, তিনি নিপীড়িত মানুষের কথা বলেছেন৷ তাই তাঁর চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, কবির মাজারকে ঘিরে যে নজরুল কমপ্লেক্স তৈরি হচ্ছে তা আরো সম্প্রসারিত করা হবে৷ এখানে এসে যেন নজরুল আবহে সময় কাটানো যায় তার উদ্যোগ নেয়া হচ্ছে৷

ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুলের জন্ম বার্ষিকীর ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ তিনি বলেন, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি৷ অসাম্প্রদায়িক কবি নজরুল তার সৃজনশীলতায় বাঙালি চেতনাকে ধারণ করেছেন৷

এদিকে নজরুল গবেষক আসাদুল হক জানান কবির ভিন্ন এক প্রতিভার কথা৷ তিনি বলেন, নজরুল অন্তত ১৬টি ছায়ছবির সঙ্গে কাজ করেছেন৷ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালায় দেশের বরেণ্য শিল্পী ও বুদ্ধিজীবীরা অংশ নিচ্ছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক