জাতি কি ক্ষমা করবে?
৪ জুন ২০১৩ডয়চে ভেলের ফেসবুক পাতায় লেখা হয়েছিল, ‘‘দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন আশরাফুল৷ আপনি কি তাকে ক্ষমা করবেন?'' এই প্রশ্নের উত্তর দিয়েছেন বেশ কয়েকজন পাঠক৷ নাহিদ শেখ লিখেছেন, ‘‘সে বাঙালি জাতির কলঙ্ক৷ আমার মতে সে বড় ধরনের অপরাধ করেছে৷ ক্রিকেট দিয়ে বিশ্ব আমাদের চেনে, এখন বিশ্বের কাছে আমরা অপরাধী৷ সে যতই ক্ষমা চা'ক না তাকে এমন শাস্তি দেওয়া উচিত যা দেখে অন্য খেলোয়ারেরা এ অপরাধ করার সাহস না পায়৷''
আরেক পাঠক এসএমএ হান্নানও আশরাফুলের কঠোর শাস্তির পক্ষে৷ তিনি লিখেছেন, ‘‘এমন দুর্নীতির দায়ে তাকে চিরস্থায়ী নিষিদ্ধ করা উচিত৷''
কেউ কেউ অবশ্য মনে করেন, আশরাফুলকে ক্ষমা করে দেওয়া যেতে পারে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় রাজ কিস্কু লিখেছেন, ‘‘বাংলাদেশের মতো ছোট্ট একটি জায়গার বিশাল তারকা তিনি৷ অকপটে যে ভুল স্বীকার করতে পারে, তাঁকে ক্ষমা করে দেয়া উচিত৷ এত বড় তারকাকে হারাতে কষ্ট লাগবে৷'' অপর পাঠক আবু হাসানাত সুমন লিখেছেন, ‘‘যে নিজে থেকে তার ভুল বুঝতে পারে, তাকে ক্ষমা করবো অবশ্যই৷''
উল্লেখ্য, সম্প্রতি আশরাফুলের বিরুদ্ধে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচে ‘স্পট ফিক্সিং'-এর অভিযোগ ওঠে৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করছে৷ তবে তাদের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আগেই মঙ্গলবার আশরাফুলকে সাময়িক নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ এরপরই নিজের দোষ স্বীকার করে নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন আশরাফুল৷