‘জলবায়ু পরিবর্তন ব্যবসার জন্য ক্ষতিকর'
১২ নভেম্বর ২০১৪ডয়চে ভেলে: মি. কীল, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লড়াইয়ে জাতিসংঘ কিছু অপ্রত্যাশিত জোট পেয়েছে৷
জর্জ কীল: শিল্পায়নের কারণে পরিবেশের যে ক্ষতি হয় তার মাত্রা নির্ধারণের পক্ষে প্রথমবারের মতো চাপ দিয়েছে বেসরকারি খাত৷ এটা একটা বড় পরিবর্তন, কেননা সচরাচর ব্যবসায়ীরা জাতীয় পর্যায়ে জলবায়ু অ্যাকশন বাস্তবায়নের পক্ষে অন্তরায় সৃষ্টি করেন৷ এখন দূষণ সৃষ্টিকারীরাই ক্ষতির মাত্রা নির্ধারণ করতে চাচ্ছে৷ এটা আগে কখনো ঘটেনি৷ এই পরিবর্তন নীতি নির্ধারকদের উৎসাহ যোগাবে৷
কিন্তু গত দুই দশকে ‘সিওপি' ক্লাইমেট কনফারেন্স তেমন বড় কোনো সাফল্য দেখাতে পারেনি৷ বড় কোম্পানিগুলো নতুন ক্লাইমেট আইনের বিপক্ষে তদবির করেছে৷ অনেক দেশের রাষ্ট্রপ্রধান কনফারেন্স এড়িয়ে গেছেন৷ এই বিষয়ে আপনার মন্তব্য কি?
বর্তমানে রাশিয়া এবং চীনসহ ৭৩টি দেশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধের ঘোষণায় স্বাক্ষর করেছে৷ গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদসহ ১২০টি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন৷ নিউ ইয়র্ক সিটিতে ‘ক্লাইমেট মার্চ'এ অংশ নিয়েছেন চার লাখের বেশি মানুষ৷ আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এক হাজার কোম্পানি ‘কার্বন প্রাইসিং' বা বৈশ্বিক উষ্ণতা কমাতে কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমানোর পদ্ধতিতে সায় দিয়েছে৷ দুই বছর আগেও এমনটা ভাবাই সম্ভব ছিল না৷
এই পরিবর্তনের কারণ তাহলে কি?
চরমভাবাপন্ন আবহাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এখন আর শুধুমাত্র ভবিষ্যত আতঙ্কের ব্যাপার নেই৷ বরং এখন সবাই বুঝতে পারছে ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং পানির স্বল্পতা যে-কোনো পরিকল্পিত অর্থনৈতিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করতে পারে৷ ভালো কারণেই এসব নিয়ে এখন দুশ্চিন্তা চলছে৷ তাছাড়া এধরনের ঝুঁকির সম্মুখীন হওয়ার আশঙ্কা ভয়ংকরভাবে বেড়ে গেছে৷ আসলে জলবায়ু পরিবর্তন ব্যবসার জন্য ক্ষতিকর৷
জর্জ কেল জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট-এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক৷