জলবায়ু পরিবর্তনের ধাক্কা ইউরোপে
রেকর্ড সৃষ্টিকারী তাপমাত্রা, বন্যা আর খরা— গত এক বছরে প্রকৃতির সব বৈরি রূপই দেখেছে ইউরোপের মানুষ৷ বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে এমন প্রবণতা বাড়বে প্রতিবছরই৷
রেকর্ড তাপমাত্রা
২০১৯ সালে ইউরোপজুড়ে গ্রীষ্মের তাপমাত্রা আগের সমস্ত রেকর্ড ভেঙেছে৷ জুলাই মাসে সর্বকালের সবচেয়ে বেশি গরম পড়েছে জার্মানিতে৷ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে৷ এক বছরেই দুইবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে ফ্রান্স৷ ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পুড়েছেন সেখানকার মানুষ৷
জলের নীচে ভেনিস
চলতি বছরের নভেম্বরে ইটালির ভেনিস একাধিকবার বন্যার কবলে পড়েছে৷ একমাসে প্রথমবারের মতো তিনবার পানির উচ্চতা দেড় মিটারের রেখা স্পর্শ করেছে৷ জলবায়ু পরিবর্তনে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সামনের দিনগুলোতে প্রায়ই বন্যার কবলে পড়তে হতে পারে ভেনিসবাসীকে৷
স্পেনে দাবানল
যেই তাপদাহে পুড়েছে ফ্রান্স ও জার্মানি, তা ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের জন্ম দিয়েছে স্পেনে৷ আগুনে ধ্বংস হয়ে গেছে গ্রান কানারিয়া দ্বীপের ন্যাশনাল পার্ক, যা দেশটিতে পর্যটকদের অন্যতম আকর্ষণ৷ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের তাপমাত্রা হয়ে উঠছে একদিকে উষ্ণ আর অন্যদিকে শুস্ক৷ এর ফলে এমন দাবানলের ঝুঁকিও ক্রমশ বাড়ছে৷
মরছে জার্মানির বন
খরা, ঝড় আর তীব্র তাপে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে জার্মানির বনাঞ্চল৷ জার্মানির বন বিষয়ক একটি সংগঠনের হিসাবে ২০১৮ সালের পর এখন পর্যন্ত ১০ লাখ গাছের মৃত্যু হয়েছে৷ এটা কোনো একক আবাহওয়ার ঘটনায় নয়, বরং জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে বলে জানান বিডিএফ নামের এই সংগঠনের এক কর্মী৷
গলছে আল্পসের বরফ
আল্পসের ইটালি অংশে মঁ ব্লঁ পর্বতের বরফ গলে গেছে চলতি বছরে৷ সুইস আল্পসের পিজল নামের একটি হিমবাহও পুরোপুরি হারিয়ে গেছে৷ এজন্য অন্ত্যেষ্টিক্রিয়ারও আয়োজন করা হয়েছে সেখানে৷ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই হারিয়ে যাচ্ছে আল্পসের এসব হিমবাহ৷
খরায় বিপর্যন্ত কৃষি
পরপর দুই বছরের খরায় বিপাকে পড়েছেন জার্মান কৃষকরা৷ ২০১৮ সালে রেকর্ড খরার পর ২০১৯ সালের তাপদাহে ব্যাপকভাবে ফসলের ক্ষতি হয়েছে৷ জলবায়ু পরিবর্তনে জার্মানি এমন বৈরি আবহাওয়ায় আক্রান্ত হতে থাকবে বলে উল্লেখ করেছেন জার্মান আবহাওয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট পাউল বেকার৷