1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জরুরি প্রয়োজনে সরাসরি টিকা কিনবে বাংলাদেশ

২ ডিসেম্বর ২০২০

রাষ্ট্রীয় প্রয়োজনে সরাসরি ক্রয় প্রদ্ধতি অনুসরণ করার নীতিগত প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার৷ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়৷

https://p.dw.com/p/3m86d
আস্ট্রাজেনেকার টিকা
ছবি: picture-alliance/Flashpic

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় আইনমন্ত্রী আনিসুল হক এই বৈঠকে সভাপতিত্ব করেন৷

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল অনলাইন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘‘টাকা পয়সার বিষয়টি ক্রয় সংক্রান্ত প্রস্তাবে এলে আলোচিত হবে৷’’

দরপত্র ছাড়াই কেন টিকা ক্রয়ের বিষয়টি আলোচনায় এলো, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘‘একই সময়ে টিকা নিতে হবে৷ পিপিআর (সরকারি ক্রয় বিধি) অনুযায়ী এক বছরে এককালীন ৫ কোটি টাকার বেশি ক্রয় করতে গেলে বিষয়টি এ কমিটিতে আসে৷ এককালীন সরবরাহ নিতে হবে বলে ভ্যালুয়েশন বেশি৷ পিপিআর, ২০০৮ এর ৭৬ (২) বিধি অনুসরণ করে প্রস্তাবটি এ কমিটির বিবেচনার জন্য এসেছিল৷’’

এখন পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আস্ট্রাজেনেকা যে টিকা তৈরি করছে সেটির তিন কোটি ডোজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ সরকার

পাশাপাশি গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস-গ্যাভি ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে৷ এই টিকা আগামী দুই-তিন মাসের মধ্যেই পাওয়ার আশা করছে সরকার৷

এডিকে/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান