ছাড়লে ধূমপান থাকবে যৌন সক্ষমতা
২৪ আগস্ট ২০১০‘ধূমপান মৃত্যু ঘটায়' – সিগারেটের প্যাকেটে লেখা থাকে এটা৷ এখন এটাও লেখা রাখার তোড়জোড় চলছে, যে ‘যৌনশক্তি ধরে রাখতে চাইলে ধূমপান ছাড়ুন'৷ যৌনজীবনের ওপর ধূমপানের প্রতিক্রিয়া খতিয়ে দেখেছেন হংকংয়ের একদল গবেষক৷ তাঁরা বলছেন, ধূমপায়ীদের অনেকে অনেক দিনের ওই অভ্যাস ছাড়ার পর রতিক্রিয়ায় নিজেদের ফিরে পেয়েছেন৷ এই হার ৫৩ দশমিক ৮ শতাংশ৷ যৌন সমস্যা এই সব ব্যক্তিকে চিকিৎসকের কাছ পর্যন্ত টেনে নিয়েছিল৷ ওষুধ পেয়েছেন তাঁরা৷ তবে সেই ওষুধ খাওয়ার নয়, তামাক নামক বস্তুটি ছাড়ার৷
সোফিয়া চ্যান, ইউনিভার্সিটি অফ হংকংয়ের অধ্যাপক, যিনি ওই গবেষক দলের প্রধান৷ তিনি বললেন, ‘‘ধূমপানের সঙ্গে যৌনশক্তি হ্রাস পাওয়ার একটা সম্পর্ক আছে, তার প্রমাণ পাওয়া গেল৷'' সোফিয়ারা মূলত চীনসহ এশিয়ার কয়েকটি দেশের ধূমপায়ীদের ওপর গবেষণা চালিয়েছেন৷ আর এর লক্ষ্য হচ্ছে, তামাক থেকে মানুষকে আরো দূরে সরানো৷
সোফিয়ার সহকর্মী অধ্যাপক লাম তাই-হিং বললেন, ‘‘মন চাইলেও শরীরের সাড়া মিলছে না৷ এই ধরনের ঘটনা ঘটায় ধূমপান৷ আর এটা তামাকসেবীদের নিজেদেরই বুঝতে হবে৷ আর এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ধূমপান ছাড়ার বিকল্প নেই৷''
লামের মতে, যৌনতায় ধীরে ধীরে অক্ষম হয়ে পড়া কেউ যদি ধূমপানের অভ্যাস ছাড়েন, ফল পেতে পারেন হাতেনাতেই৷ এই রকম সিদ্ধান্তে পৌঁছনোর আগে ৭০০ ব্যক্তির চিকিৎসার নথিপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন হংকংয়ের গবেষকরা৷ যাদের সবার বয়স ৩০ থেকে ৫০৷
প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন