ছন্দে খেলবেন, তাই আজ হয়তো মেসির গোল দেখবে ঢাকা
৬ সেপ্টেম্বর ২০১১আবুজায় আর্জেন্টিনাকে ৪-১ ফলাফলে হারিয়ে দিয়েছিল নাইজেরিয়া৷ আজ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই দুই দলই মুখোমুখি৷ সে ম্যাচ কী বিকিকিনি হয়েছিল? তা নিয়ে ফিফার তদন্ত এখনও বহমান যদিও৷ তবু ঢাকায় মেসি বাহিনীর দারুণ খেলা দেখতে মানুষ উদগ্রীব৷
টিকিটের দাম ৭,৫০০ টাকা, অর্থাৎ প্রায় ১০০ ডলার৷ তাই দিয়েও মানুষ মেসিদের চোখের দেখা দেখতে টিকিট কেটেছেন৷ কেউ কেউ যদিও বলছেন, প্রত্যাশিত উন্মাদনা দেখা যাচ্ছে না৷ কথাটা পুরো সত্য নয়৷ কারণ, ফুটবলের রাজপুত্র শহরে খেলছেন, আর মানুষ মুখ ঘুরিয়ে থাকবে, তা তো হতে পারে না!
তার ওপর আবার প্রীতি ম্যাচের আগের দিন, সোমবার রাতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আর্জেন্টিনা দলের কোচ আলেহান্দ্রো সাবেইয়ো বলেছেন, মেসিকে নিজের মত করেই খেলতে দেওয়া হবে৷ তিনি কোনরকম বাধা দেবেন না৷ মেসি যতক্ষণ খুশি খেলবেন৷ তার আরেকটা অর্থ কিন্তু পরিস্কার৷ কলকাতায় গোল না পেলেও, ঢাকায় কিন্তু গোলের জন্য ঝাঁপাবেন ফুটবল রাজপুত্র৷ সুতরাং, মেসির পা থেকে গোল আসতেই পারে আজ সন্ধ্যায়৷
খেলার সময় পিছিয়ে গেছে একঘন্টা৷ ছয়টার বদলে সন্ধ্যা সাতটা৷ নাইজেরিয়া দল লম্বা ভ্রমণে পরিশ্রান্ত বলেই এই খেলা পিছানোর সিদ্ধান্ত৷ জানিয়েছেন, ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল৷ খেলা পিছানোর অনুরোধ আর্জেন্টিনাও জানিয়েছিল৷ কারণ, ছটা পর্যন্ত দিনের আলো থাকে৷
সুতরাং, মাঝে আর মাত্র কয়েকঘন্টা৷ তারপরেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেজে উঠবে রেফারির বাঁশি৷ আর শুরু হবে দুই আন্তর্জাতিক দলের ফুটবল জাদু৷
প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা : আবদুল্লাহ আল ফারূক