চৈত্রের শেষে গ্রীষ্মের আগমনী
বাংলার প্রকৃতি ও মানুষের মধ্যে শুরু হয়েছে বর্ষ বিদায় এবং নতুন বাংলা বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি৷ গাছে-ফুলে গ্রীষ্মের আগমনীর বার্তা যেমন রঙিন, তেমনি মানুষের উদযাপনের প্রস্তুতিও৷
প্রকৃতির বৈশাখ উদযাপন
বাংলার প্রকৃতিও যেন বৈশাখ উদযাপনের জন্য প্রস্তুত৷ ফুটেছে কৃষ্ণচূড়া৷ ছবিটি ঢাকার সংসদ ভবনের সামনে থেকে তোলা৷
শেষ মুহূর্তের প্রস্তুতি
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা৷
শোভাযাত্রার মুখোশ
পহেলা বৈশাখের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার জন্য মুখোশ তৈরিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষার্থী৷
সূর্যের প্রতিকৃতি
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বিশাল আকারের এই সূর্যের প্রতিকৃতি৷ যা নতুন ভোরের, নতুন আশার প্রতীক৷
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবিদায় ও বরণ
বৃহস্পতিবার রাজধানীতে উদযাপন করা হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবিদায় ও বরণের উৎসব বৈসাবি৷ জাতীয় সংসদ ভবন এলাকায় বর্ণিল এ উৎসবের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়৷
বৈসাবিতে শিশু ও নারী
বৈসাবি উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর ক্রিসেন্ট লেকে একটি শিশুকে নিয়ে ফুল ভাসান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী৷
জলকেলি
বৈশাখি উৎসবের জলকেলিতে মেতেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারীরা৷
হাতপাখা
উৎসব মানেই কেনাকাটা৷ গ্রিষ্মের গরম তাড়াতে হাতপাখা ঐতিহ্যের প্রতীক৷ তাই অনেক কিছুর সাথে বৈশাখের প্রস্তুতি হিসেবে বিক্রি হচ্ছে রং-বেরঙের হাতপাখা৷
বৈশাখের শিল্পী
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিক্রির মাথাল রং করছে এক শিশু৷
বৈশাখের বাহারি পণ্য
বাহারি পণ্যে বর্ণিল দোয়েল চত্বরের মৃৎশিল্পের দোকানগুলো৷ ছবিটি তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের একটি দোকান থেকে৷