1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

৪ আগস্ট ২০২১

চেক প্রজাতন্ত্রে ট্রেন দুর্ঘটনায় অন্তত তিন ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন৷ ‘মানুষের ভুলে’ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির পরিবহণমন্ত্রী কারেল হ্যাভলিসেক৷

https://p.dw.com/p/3yWwv
ছবি: Miroslav Chaloupka/AP/picture alliance

চেক প্রজাতন্ত্রের পিলসেন শহরে বুধবার দু'টি ট্রেনের সংঘর্ষে অন্তত তিন ব্যক্তি নিহত ও ৩১ জন আহত হয়েছেন৷ আরো ছয় জনের অবস্থা গুরুতর৷

নিহতরা দুই ট্রেনের চালক এবং এক নারী বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের হাসপাতালে নিতে চারটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে৷

সোশ্যাল মিডিয়ায় অনেকে দুর্ঘটনার ছবি শেয়ার করেছেন, যেখানে উচ্চগতির একটি ট্রেনের চালকের ক্যাব ট্রেন লাইনের পাশে পড়ে থাকতে এবং জরুরি সেবাদাতা কর্মীদের কাজ করতে দেখা গেছে৷

চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, জার্মান রেড ক্রস, বাভারিয়ার একটি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং দক্ষিণ জার্মানির শহর চেম-এর চিকিৎসকরা উদ্ধার তৎপরতায় সহায়তা করছে৷ জার্মান পুলিশও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত ট্রেন দু'টির একটি ইএক্স৩৫১ এবং অন্যটি ওএস ৭৪০৬৷ দোমাজলিস এবং ব্লিজেহফ স্টেশন দু'টির মাঝে দুর্ঘটনা ঘটেছে৷ ইএক্স ৩৫১ হচ্ছে জার্মানির মিউনিখ এবং চেক প্রজাতন্ত্রের প্রাগের মধ্যে চলা একটি এক্সপ্রেস ট্রেন, অন্যদিকে ওএস ৭৪০৬ আঞ্চলিক রুটে চলা একটি ট্রেন৷

বুধবার স্থানীয় সময় সকাল আটটায় দুর্ঘটনা ঘটে৷

চেক পরিবহণমন্ত্রী কারেল হ্যাভলিসেক এই দুর্ঘটনার পেছনে মানুষের ভুলকে দায়ী করেছেন৷ এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘‘ইএক্স ৩৫১ ট্রেনটি স্টপ সিগনাল অমান্য করেছে... এবং একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে৷'' পরিস্থিতি গুরুতর বলেও জানিয়েছেন তিনি৷

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে তারা আর কোনো যাত্রী খুঁজছে না৷ 

এআই/এসিবি (এএফপি, রয়টার্স)