চীনের পতাকায় করোনা ভাইরাস
২৮ জানুয়ারি ২০২০ডেনমার্কের জাইলান্ডস-পস্টেন পত্রিকায় মহানবি মোহাম্মদ (সা.)-এর বিদ্রুপাত্মক ছবি ছাপা হয়েছিল ২০০৫ সালে৷ প্রতিবাদের ঝড় উঠেছিল তখন বিশ্বের নানা দেশে৷
সোমবার সেই পত্রিকাতেই ছাপা হয়েছে করোনা ভাইরাস নিয়ে একটি ছবি৷ এবারের ছবি নিয়েও শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ ছবিটির কারণে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে চীন৷ ডেনমার্কে চীনের রাষ্ট্রদূত বলেছেন, চীনের পতাকায় যে পাঁচটি তারা রয়েছে সেগুলোতে করোনা ভাইরাস এঁকে দিয়ে সৌজন্যবোধ এবং মত প্রকাশের স্বাধীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে৷ এ কারণে শিল্পী নিলস বো বোয়েসেন এবং জায়লান্ডস-পস্টেন পত্রিকাকে ক্ষমা চাইতেও বলেছেন তিনি৷
তবে ডেনিশ পত্রিকার এডিটর-ইন চিফ ইয়াকব নাইব্রো-র দাবি, করোনা ভাইরাসে এ পর্যন্ত ১০৬ জন মারা গেছে, এমন একটি বিষয়কে নিয়ে মজা করার উদ্দেশ্যে ছবিটি আঁকা বা প্রকাশ করা হয়নি৷ ‘‘ভুল মনে করি না এমন কাজের জন্য আমরা দুঃখ প্রকাশ করতে পারি না'' বলে চীনের রাষ্ট্রদূতের আহ্বান প্রত্যাখ্যানও করেছেন তিনি৷
এদিকে চীনের পতাকায় করোনা ভাইরাস বসানো ছবি প্রকাশকে সমর্থন করেছেন ডেনমার্কের কনজারভেটিভ পার্টির নেতা সোরেন পেপ পাউলসেন৷ এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘‘জায়লান্ডস-পস্টেনের প্রতি পূর্ণ সমর্থন৷''
এসিবি/কেএম (রয়টার্স)