চীনা নববর্ষের বর্ণিল আয়োজন
মঙ্গলবার শুরু হয়েছে চন্দ্রবছর৷ এই চন্দ্রবর্ষ চীনা নববর্ষ নামেই অধিক পরিচিত৷ চীন ছাড়াও বিশ্বের অনেক দেশই এই দিনটি উদযাপন করে৷ ছবিতে তারই কিছু দৃশ্য...
চীনের বৃহত্তম উৎসব
চন্দ্রবর্ষের শুরু মানেই চীনের সবচেয়ে বড় উৎসব৷ এটিকে চীনের বসন্ত উৎসবও বলা হয়৷ ৪০দিন ধরে চলে এর আনুষ্ঠানিকতা৷ ২১ জানুয়ারি শুরু হয়েছে এই উৎসব, ৫ ফেব্রুয়ারি চন্দ্রবর্ষের প্রথম দিন এবং ১ মার্চ বসন্ত সমাপনের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন৷
এবারের প্রতীক শূকরছানা
এবার চীনা চন্দ্রবর্ষের প্রতীক নির্বাচিত হয়েছে শূকর ছানা৷ মোট ১২টি প্রতীক রয়েছে চন্দ্রবর্ষের রাশিতে৷ ঘুরেফিরে এই এগুলো বছরের প্রতীক হিসেবে নির্বাচিত হয়৷ এবার নির্বাচিত হয়েছে শূকর ছানা৷ এর আগে ২০০৭, ১৯৯৫ এবং ১৯৮৩ সালেও শূকর ছানার প্রতীক দিয়েই শুরু হয়েছিল৷
চন্দ্র বছরের ১২ প্রতীক
চন্দ্রবর্ষের ১২ প্রতীকের মধ্যে অন্যান্যগুলো হচ্ছে বানর, ইঁদুর, ড্রাগন, সাপ, ঘোড়া, ভেড়া, মোরগ, ষাঁড়, কুকুর, ভাল্লুক, বাঘ ও খরগোশ৷ পঞ্জিকা অনুযায়ী এই প্রতীক নির্ণয় করা হয়৷
সমৃদ্ধি ও সৌভাগ্যের বছর
এ বছরকে সমৃদ্ধির বছর হিসেবে বিবেচনা করছেন চীনা রাশি বিশেষজ্ঞরা৷ কারণ, এ বছরের প্রতীক শূকর ছানা৷ শূকর ছানা প্রতীকের শক্তি হচ্ছে সৌভাগ্য, সমৃদ্ধি ও সন্তুষ্টি৷ চীনারাও রাশি অনুযায়ী প্রত্যাশা করছেন, এ বছর সমৃদ্ধ হবে জীবন৷ শূকরকে বিচক্ষণ বলেও বিবেচনা করা হয়৷ তাই বিচক্ষণ আচরণও থাকবে বছরজুড়ে৷
ঐতিহ্যবাহী নাচ
চীনা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী সিংহ নাচ ও বর্ণিল মিছিল৷ ঐতিহ্যবাহী পোশাক পরে ছেলেবুড়ো সবাইকে পথে সিংহনাচ নাচতে দেখা যায়৷ স্থানীয় উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও এই নাচের আয়োজন করা হয় রাজধানী বেইজিংসহ অন্যান্য প্রদেশগুলোর রাজপথে৷
সারাবিশ্বে উদযাপন
চন্দ্র বছর অনুযায়ী ক্যালেন্ডার শুধু চীন পালন করলেও নববর্ষ উদযাপিত হয় বিশ্বজুড়ে৷ ইন্দোনেশিয়া, মালোয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, জাপানও এই চন্দ্রবর্ষ পালন করে৷ এছাড়া নিউইয়র্ক, সিডনির মতো বড়বড় শহরগুলোতেও আনুষ্ঠানিকভাবে চন্দ্রবর্ষ উদযাপন করা হয়৷
বাড়ি ফেরার সবচেয়ে বড় উৎসব
চীনে ৪০ দিনের এই আয়োজনে সরকারি ছুটি ৭দিন৷ এই সাত দিনের সঙ্গে যুক্ত হয় আরো কিছু প্রাতিষ্ঠানিক ছুটি৷ এই ছুটিতে চীনারা স্বজনদের সঙ্গে কাটানোর জন্য বাড়ি ফেরেন৷ বলা হয়ে থাকে এটাই বছরের সবচেয়ে বড় বাড়ি ফেরার আয়োজন৷ একসঙ্গে ৩০ কোটির বেশি লোক বাড়ি ফেরেন৷ এটা ‘হায়েস্ট ইন্টারনাল অ্যানুয়াল মাইগ্রেশন’ হিসেবেও পরিচিত৷
লণ্ঠন উৎসব
চীনা বর্ষ বরণের একটি অন্যতম অনুসঙ্গ লণ্ঠন৷ বছরের প্রথম ১৫ দিন ঝালরবাতি ও লণ্ঠন উৎসব পালিত হয়৷ এবার ৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত চীনের বাড়িতে বাড়িতে ও পথে জ্বলবে লণ্ঠন৷ দুই হাজার বছর আগে থেকে ‘হান’ উপজাতি এই লণ্ঠন জ্বালিয়ে উৎসব পালনের প্রচলন করে৷