চীনকে আবারও ট্রাম্পের হুমকি
১৯ জুন ২০১৮মার্কিন প্রেসিডেন্ট এবার ২০০ বিলিয়ন ডলার চীনা পণ্যের উপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করতে চান৷ এর আগে ৫০ বিলিয়ন ডলার পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প৷ তাঁর এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীনও সমপরিমাণ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে৷ দুই দেশের এই সিদ্ধান্ত ৬ জুলাই থেকে কার্যকর হবে৷
চীন ইতিমধ্যে ৫৪৫টি মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যার মধ্যে সয়াবিন, কৃষিপণ্য ও গাড়ি রয়েছে৷ ভবিষ্যতে জ্বালানি ও রাসায়নিক পণ্যও এর আওতায় আসবে বলে জানিয়েছে চীন৷
এদিকে, চীন তালিকা তৈরি করলেও যুক্তরাষ্ট্র এখনও শুল্ক আরোপের জন্য সম্ভাব্য চীনা পণ্যের তালিকা তৈরি করতে পারেনি৷
সোমবার ট্রাম্পের নতুন করে ২০০ বিলিয়ন ডলার মূল্যের সমপরিমাণ পণ্যে শুল্ক আরোপের ঘোষণার সমালোচনা করেছে চীন৷ দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘোষণাকে ‘ব্ল্যাকমেল' বলে আখ্যায়িত করেছে৷ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কার্যকর হলে চীনও সমপরিমাণ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে৷
চীনের এই হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেছেন,চীন যদি নতুন করে শুল্ক আরোপ করে, তাহলেযুক্তরাষ্ট্র আরও ২০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ চীনা পণ্যের উপর শুল্ক আরোপের কথা বিবেচনা করবে৷ তিনি বলেন, ‘‘চীনের নতুন সিদ্ধান্ত বলে দিচ্ছে যে, তারা যুক্তরাষ্ট্রকে সবসময় অসুবিধাজনক অবস্থায় রাখতে চায়৷'' উল্লেখ্য, শুধু চীন নয়, দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র ক্যানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশের সঙ্গেও বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ ‘অ্যামেরিকা ফার্স্ট' নীতি বাস্তবায়ন করতে গিয়ে ট্রাম্প এসব দেশ থেকে ইস্পাত (২৫ শতাংশ) ও অ্যালুমিনিয়াম (১০ শতাংশ) আমদানির উপর শুল্ক আরোপ করেছেন৷ ইউরোপীয় ইউনিয়নও পালটা ব্যবস্থা গ্রহণ করেছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)