‘চার দুয়ারের' অভিবাসন নীতি চান এফডিপি প্রধান
২৪ আগস্ট ২০১৭মুক্ত গণতন্ত্রী দলের সভাপতির সাক্ষাৎকার নেন ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোল এবং রিপোর্টার ও উপস্থাপক জাফর আব্দুল করিম৷ ‘‘আমরা আফগানিস্তানে সেনা নিয়োগ দীর্ঘকাল চালিয়ে যেতে পারব বলে আমি মনে করি না'', বলেন লিন্ডনার৷ তাঁর মতে আফগানিস্তানে সৈন্য প্রেরণের লক্ষ্যগুলি অর্জিত হয়নি৷ পরিকল্পিত সময়সূচির মধ্যে আফগানিস্তানকে সাংস্কৃতিক ও সামাজিক বিচারে একটি পশ্চিমা ধরনের খোলাবাজার ভিত্তিক গণতন্ত্রে পরিণত করার লক্ষ্য বড় বেশি উচ্চাশামূলক হয়ে থাকতে পারে, বলে তাঁর ধারণা৷
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক অভিযান চলেছে গত ১৬ বছর ধরে৷ এ সপ্তাহের সূচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আরো সৈন্য পাঠানোর অভিপ্রায় ঘোষণা করেছেন৷ ‘‘সে ধরনের সেনা নিয়োগ জার্মান সেনাবাহিনীর পক্ষে অনুকূল হবে বলে আমি বিশ্বাস করি না'', ডয়চে ভেলেকে বলেন লিন্ডনার৷
তুরস্ক
তুরস্কের সঙ্গে সাম্প্রতিক মনোমালীন্যের পরিপ্রেক্ষিতে ৩৮ বছর বয়সি উদারপন্থি নেতা বলেন, ‘‘জার্মানি ও তুরস্কের মধ্যে যাবতীয় অর্থনৈতিক সহযোগিতা স্থগিত রাখা উচিত৷'' এক্ষেত্রে তিনি জার্মানি থেকে তুরস্কে রপ্তানির ক্ষেত্রে কোনোরকম সরকারি গ্যারান্টি না দেবার ও তুরস্ক থেকে বিনা শুল্কে পণ্য আমদানির ব্যাপারে আলাপ-আলোচনা বন্ধ রাখার প্রস্তাব দেন৷ ‘‘তুরস্কের সরকার বিরোধীদের জন্য আমাদের অন্তত এটুকু করা উচিত'', বলে লিন্ডনার মন্তব্য করেন৷
উদ্বাস্তু নীতি
লিন্ডনার চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উদ্বাস্তু নীতির তীব্র সমালোচনা করে বলেন যে, রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আবেদনের নিষ্পত্তি করতে বড় বেশি সময় লাগছে৷ এই প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য লিন্ডনার একটি নতুন স্ট্যাটাস বা পদ সৃষ্টির প্রস্তাব দেন, যা উদ্বাস্তুদের সাময়িক মানবিক সুরক্ষা দেবে৷ পরিচিতি নিশ্চিত করার পর উদ্বাস্তুদের একটি রেসিডেন্স পার্মিট বা জার্মানিতে থাকার ভিসা দেওয়া হবে ও তারা সঙ্গে সঙ্গে জার্মানিতে কাজ করার অনুমতি পাবেন৷ ‘‘কিন্তু এই রেসিডেন্স পার্মিটগুলি শুধুমাত্র একটি নির্দিষ্ট কালের জন্য দেওয়া হবে৷ উদ্বাস্তুরা যে সব দেশ থেকে আসছেন, সেখানে শান্তি ফিরলে সাধারণভাবে তাদের জার্মানি পরিত্যাগ করতে হবে'', ব্যাখ্যা করেন লিন্ডনার৷
উন্নততর উদ্বাস্তু নীতি লিন্ডনারের অভিবাসন সংক্রান্ত সামগ্রিক চিন্তাভাবনার একটি উপাদান৷ এফডিপি চেয়ারম্যান ডয়চে ভেলেকে বলেন যে, জার্মানি একটি অভিবাসনের দেশ, ‘‘কিন্তু জার্মানিতে আগমনের পন্থাগুলি স্পষ্টভাবে নির্দেশ করতে হবে৷'' এক্ষেত্রে লিন্ডনার চারটি প্রবেশদ্বারের কথা বলেন: ‘‘প্রথম দরজাটি হবে রাজনৈতিক আশ্রয়'', যা তাঁর মতে একটি বুনিয়াদি, ব্যক্তিগত অধিকার, যার উপর কোনো ধরনের বাধানিষেধ আরোপ করা উচিত নয়৷ কিন্তু এ কথা খুব কম ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য, ‘‘যারা বাস্তবিক ব্যক্তি হিসেবে নিপীড়নের সম্মুখীন৷''
লিন্ডনারের দ্বিতীয় দরজা হলো ‘‘উদ্বাস্তু'', অর্থাৎ এমন সব ব্যক্তি, যারা যুদ্ধ ও সহিংসতা থেকে পলায়ন করছেন বটে, কিন্তু ব্যক্তিগতভাবে হয়রানি বা নিপীড়নের সম্মুখীন হননি৷ কতোজন উদ্বাস্তুকে জার্মানিতে ঢুকতে দেওয়া হবে, তার উপর কোনো ঊর্ধ্বসীমা আরোপ করা হবে কিনা, ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোলের এ প্রশ্নের জবাবে লিন্ডনার বলেন, ‘‘একটি সীমা থাকবে, যা উদ্বাস্তুদের দেখাশোনা করার ও তাদের প্রয়োজন মেটানোর ক্ষমতার উপর নির্ভর করবে৷'' তবে উদ্বাস্তু আগমনের ঊর্ধ্বসীমা কি হতে পারে, লিন্ডনার সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি৷
লিন্ডনারের ভবিষ্যৎ অভিবাসন নীতির তৃতীয় দরজা হল ‘‘যোগ্যতা ভিত্তিক অভিবাসন''; এক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে বহির্বিশ্বের মানুষজনকে জার্মানিতে আসতে এবং বসবাস ও কাজ করতে দেওয়া হবে: ‘‘ভাষাজ্ঞান, শিক্ষা ও প্রশিক্ষণ ইত্যাদির ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব, কারা জার্মানিতে আসতে পারবেন'', ব্যাখ্যা করলেন লিন্ডনার৷
চতুর্থ ও শেষ দরজাটি বন্ধই থাকবে, অর্থাৎ যারা রাজনৈতিক আশ্রয় পাবার যোগ্য নন, এবং উদ্বাস্তু অথবা বিশেষ যোগ্যতা সম্পন্ন অভিবাসী নন, তারা ‘‘জার্মানিতে আসতে পারবেন না ও এখানে থাকতে পারবেন না৷''
রাশিয়া
বর্তমানে এফডিপি দলের সংসদে কোনো আসন নেই, তবে আগামী ২৪ শে সেপ্টেম্বরের নির্বাচনে তারা আট শতাংশ ভোট পাবার, এমনকি কোনো না কোনো জোট সরকারে অংশীদার হবার আশা করতে পারে৷ কাজেই বিদেশনীতির ক্ষেত্রে লিন্ডনার চান ‘‘জার্মান দাতাঁত'' বা সম্প্রীতির নীতিতে প্রত্যাবর্তন করতে৷ সম্প্রতি তাঁকে একটি সংবাদপত্র সাক্ষাৎকারে বলতে শোনা গেছে যে, আপাতত ক্রাইমিয়াকে একটি ‘‘স্থায়ী অস্থায়ী পরিস্থিতি'' হিসেবে গণ্য করা ছাড়া আর কোনো উপায় নেই৷ ডয়চে ভেলের সাক্ষাৎকারে লিন্ডনার পুনরায় উল্লেখ করেন যে, রাশিয়ার ক্রাইমিয়া দখল আন্তর্জাতিক আইনের বিরোধী; অপরদিকে তিনি স্মরণ করিয়ে দেন যে, জার্মান দাতাঁত বা সম্প্রীতির নীতি ‘‘চিরকালই দ্বিবিধ: দৃঢ়তা এবং আলাপ-আলোচনার প্রস্তুতি৷''
মার্সেল ফ্যুর্স্টেনাউ/এসি