1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপ্রধান

ফের্নান্দো কলিত, জ্যান ডি ওয়াল্টার/এসি১৫ এপ্রিল ২০১৩

ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান নির্বাচনে নিকোলাস মাদুরো স্বল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন৷ এবার তাঁকে সংস্কারের কাজে মন দিতে হবে৷ দেশে সব কিছুর অভাব, এমনকি খাদ্যেরও অনটন৷

https://p.dw.com/p/18G7c
ছবি: LUIS ACOSTA/AFP/Getty Images

ভেনেজুয়েলার ক্যারিসম্যাটিক প্রেসিডেন্ট উগো চাবেস ছ'সপ্তাহ আগে পরলোকগমন করেন৷ মৃত্যুর আগেই তিনি যাকে উত্তরসুরী হিসেবে মনেনীত করে গেছিলেন, সেই নিকোলাস মাদুরো জিতেছেন ঠিকই, কিন্তু মাত্র দু'লাখ পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে৷ বিরোধীপক্ষের প্রার্থী এনরিকে কাপ্রিলেস-এর সমর্থকরা ঠিক সেই অনুপাতে হতাশ৷

কাপ্রিলেস নির্বাচনের ফলাফল খুঁটয়ে দেখবার দাবি করেছেন; দাবি করেছেন যে, যাবতীয় প্রদত্ত ভোট আবার গুণে দেখা হোক৷ তিনি নাকি নির্বাচনে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করেছেন৷ অপরদিকে মাদুরো বলেছেন, তাঁর জয় সম্পূর্ণভাবে আইনি ও সংবিধান সম্মত৷ কিন্তু নির্বাচনে জয়ী হলেও, মাদুরোকে এখন যে কাজের দায়িত্ব নিতে হবে, তা খুব সহজ হবে না৷

Venezuela Nicolas Maduro Anhänger feiern Sieg
মাদুরোর সমর্থকদের উল্লাসছবি: Reuters

চাবেসের উত্তরাধিকার

বলা হয়, চাবেসের শাসনকালে ভেনেজুয়েলার লক্ষ লক্ষ অধিবাসী চরম দারিদ্র্য থেকে পরিত্রাণ পেয়েছে৷ কিন্তু তিনি ভেনেজুয়েলার অর্থনীতিকে যে অবস্থায় রেখে গেছেন, তাকে আশাজনক বলা চলে না৷ এমনকি ভেনেজুয়েলা তার নিজের জনগণের মুখে অন্ন তুলে দেবার মতো অবস্থায় কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে৷ মুদ্রাস্ফীতি, মান্ধাতার আমলের শিল্প-কারখানা, বৈদেশিক ঋণ পরিশোধ তো দূরের কথা, সেই ঋণের সুদ পরিশোধ করাটাই দুঃসাধ্য হয়ে উঠেছে: এ সবই চাবেসের উত্তরাধিকার৷

ক্ষমতায় আসার পর পরই চাবেস বিশেষভাবে লাভজনক খনিজ তেল শিল্প সহ বিভিন্ন শিল্পসংস্থাকে রাষ্ট্রীয় মালিকানায় আনা শুরু করেন৷ এ সব থেকে অর্জিত ‘পেট্রোডলার'-কে তিনি ঢালেন বিভিন্ন সামাজিক কর্মসূচিতে৷ দরিদ্র ভেনেজুয়েলানদের জন্য সস্তায় বাসস্থান, বিদ্যুৎ কি পানি, খাদ্য কি তেলের সংস্থান করাই ছিল তাঁর লক্ষ্য৷

এবং চাবেস শুধু তাঁর দরিদ্র দেশবাসীদের জন্যই নয়, বিদেশে তাঁর রাজনৈতিক মিত্রদের জন্যও অনুরূপ বদান্যতা প্রদর্শন করেছেন৷ কাপ্রিলেসের নির্বাচনি প্রচার অভিযান অনুযায়ি চাবেস সব মিলিয়ে ৭৩০ বিলিয়ন বলিভার পরিমাণ তেল স্রেফ দান করেছেন৷ কথাটা সত্যি হলে, চাবেস তাঁর ১৪ বছরের শাসনকালে ভেনেজুয়েলার সামগ্রিক জিডিপি'র দশ ভাগের এক ভাগ দানই করেছেন৷

Venezuela Wahl Wahlkampf Präsident Nicolas Maduro
চাবেসের মুকুট এবং বোঝা, দুই’ই পেলেন মাদুরোছবি: Reuters

সব কিছুর আকাল

অপরদিকে চাবেস ভেনেজুয়েলার তেল-নির্ভর অর্থনীতিকে আরো তেল-নির্ভরতার দিকে ঠেলে দিয়েছেন, অন্যান্য শিল্পের বিকাশ ঘটানোর কোনো চেষ্টা করেননি৷ আজ ভেনেজুয়েলার মোট রপ্তানির ৯৬ শতাংশ রাষ্ট্রীয় খনিজ তেল উৎপাদক সংস্থা পিডিভিএসএ'র হাত দিয়ে যায়৷ তা সত্ত্বেও আবার দেশটিকে জ্বালানি তেল আমদানি করতে হয়, কেননা দেশের মান্ধাতার আমলের পরিশোধনাগারগুলি অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সমর্থ নয়৷

তবে তার চাইতেই বড় কথা হল, দৈনন্দিন ঘটতি এবং অনটন: ময়দা, মাংস, চিনি, রান্নার তেল, এমনকি ওষুধপত্র, সব কিছুর আকাল৷ চাবেসের আমলে ভূমি সংস্কার হয়েছে, বড় খামার-মালিকদের কাছ থেকে ফেলে রাখা জমি নিয়ে ছোট চাষীদের দেওয়া হয়েছে৷ কিন্তু তার ফলে খাদ্য আমদানির উপর নির্ভরতা কিছুমাত্র কমেনি৷

মাদুরোকে আবার এই অর্থনীতিকেই জোরদার করতে হবে৷ কিন্তু তার অর্থ আসবে কেথা থেকে? সরকারি ব্যয় কমানোর একটি পন্থা হতে পারে ভরতুকি কমানো: ভেনেজুয়েলায় গাড়ির ট্যাংকে পুরো তেল ভরতে লাগে এক ইউরো, জার্মানিতে যা ষাট কিংবা সত্তর ইউরো হতে পারে৷ অপরদিকে ভরতুকি কিংবা সামাজিক সুযোগ-সুবিধা কমাতে গেলে অশান্তি শুরু হওয়ার আশঙ্কা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য