1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাপের মুখে নতিস্বীকার করলেন আই ওয়েএয়ে

১৫ নভেম্বর ২০১১

চীনের বিক্ষুব্ধ শিল্পী আই ওয়েএয়ে শেষ পর্যন্ত কর দপ্তরের দাবি মেনে ১৩ লক্ষ মার্কিন ডলার জমা করলেন৷ তা সত্ত্বেও সরকারি রোষ থেকে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন তিনি৷

https://p.dw.com/p/13Ahx
বিক্ষুব্ধ শিল্পী আই ওয়েএয়েছবি: dapd

আবার সংবাদের শিরোনামে আই ওয়েএয়ে৷ চীনের এই স্পষ্টবক্তা শিল্পীকে নিয়ে কর্তৃপক্ষ বড়ই সমস্যায় পড়েছে৷ চলতি বছরে প্রায় মাস তিনেক হাজতবাস করেছেন তিনি৷ তাঁকে আটক করলে গোটা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে৷ মুক্ত থাকলে তিনি প্রকাশ্যে এমন সব কথা বলার সাহস পান, যা সরকারের পক্ষে হজম করা সহজ নয়৷ এই অবস্থায় সরাসরি তাঁকে আবার বন্দি না করে তাঁর কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ৷ কর দপ্তরের হিসেব অনুযায়ী আই ওয়েএয়ে'র কোম্পানির বকেয়া কর ও ফাইন বা অর্থদণ্ডের অঙ্ক প্রায় ২৪ লক্ষ মার্কিন ডলারের সমান৷ অর্থাৎ সরকারের সমালোচনার কারণে নয় – কর ফাঁকির অভিযোগে আই ওয়েএয়ে'কে আবার জেলে পোরা যেতে পারে৷

মঙ্গলবার এক টেলিফোন সাক্ষাৎকারে আই ওয়েএয়ে জানিয়েছেন, বেইজিং কর দপ্তর তাঁর স্ত্রী লু চিং'কে বুধবারের মধ্যে গ্যারেন্টি হিসেবে ১৩ লক্ষ মার্কিন ডলার জমা দেবার নির্দেশ দিয়েছিল৷ উল্লেখ্য, তিনিই কোম্পানির প্রধান আইনজীবী হিসেবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ মঙ্গলবার সেই অর্থ জমাও দেওয়া হয়েছে৷ কিন্তু কর দপ্তর প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে৷ তারা বলেছে, অর্থ জমা না পড়লে ‘পাবলিক সিকিইউরিটি' হস্তক্ষেপ করবে৷ সেক্ষেত্রে পুলিশ সস্ত্রীক আই ওয়েএয়ে, কোম্পানির ম্যানেজার ও অ্যাকাউন্টেন্ট'কে আটক করবে বলে আশঙ্কা করা হচ্ছে৷

50 Jahre Amnesty International
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হয়েও কাজ করেন শিল্পী আই ওয়েএয়ে ৷ছবি: dapd

এমন চাপের মুখে আই ওয়েএয়ে বলেছেন, বিষয়টি খুবই সহজ৷ ক্ষমতায় যারা রয়েছে, তারা যা খুশি তাই করতে পারে৷ তাদের ক্ষমতা লাগামহীন৷ সরকারের সঙ্গে তর্ক করেও লাভ নেই৷ সরকার যদি বলে কর ফাঁকি দেওয়া হয়েছে, সেই অবস্থান থেকে তারা কখনো সরে আসবে না৷ সেটা করলে তাদের মুখরক্ষা হবে না৷ ভুল হচ্ছে জেনেও তারা একই পথে এগিয়ে যাবে৷

তবে এমন খামখেয়ালীপনার মোকাবিলা করতে শিল্পীর সাহায্যে এগিয়ে এসেছে অসংখ্য মানুষ৷ তারা ইতিমধ্যে প্রায় ১৪ লক্ষ ডলার চাঁদা তুলেছে৷ চীনে এমন ঘটনা অত্যন্ত বিরল৷ কারণ সরকার-বিরোধী কাউকে সাহায্য করলে তার পরিণামও সুখকর হয় না৷ এমনকি আই ওয়েএয়ে'র বিরুদ্ধে বে-আইনি ভাবে তহবিল সংগ্রহের অভিযোগ আনা হতে পারে৷ শিল্পী নিজে অবশ্য এই অর্থকে দান হিসেবে গ্রহণ করতে প্রস্তুত নন৷ তিনি এই ঋণ শোধ করে দেবেন বলে জানিয়েছেন৷ যাই হোক, আসল সমস্যা হলো, এই টাকা কর দপ্তরের অ্যাকাউন্টে জমা করলে অভিযোগ কার্যত মেনে নেওয়া হবে বলে মনে করছিলেন কোম্পানির আইনজীবীরা৷ এর বদলে তাঁরা বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অর্থ শুধু গ্যারেন্টি হিসেবে জমা করতে চেয়েছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত আই ওয়েএয়ে ঝুটঝামেলা এড়াতে নতি স্বীকার করলেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক