1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির চাকরির বাজার

ইয়োহানা শ্মেলার/আরবি২৩ সেপ্টেম্বর ২০১৩

জার্মানির কর্মবাজারে বিদেশি ও অভিবাসীদের সুযোগ-সুবিধা খুব কম৷ জার্মান অর্থনৈতিক ইন্সটিটিউট জানিয়েছে যে বিশেষ করে আরব অঞ্চল থেকে আসা অভিবাসীরাই এক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছেন৷

https://p.dw.com/p/19la7
ছবি: Getty Images

জার্মান পাসপোর্ট নেই, কাজও নেই? জার্মান অর্থনেতিক ইন্সটিটিউট, ফেডারেল কর্মসংস্থান দপ্তরের তথ্য উপাত্ত নিয়ে প্রথমবারের মতো জার্মান ও বিদেশিদের কাজের পরিস্থিতি নিয়ে তুলনামূলক সমীক্ষা চালিয়েছে৷ এতে জানা গেছে, জার্মানিতে বসবাসকারী বিদেশিদের কাজ পাওয়ার সম্ভাবনা বেশ কম৷

একটা স্পষ্ট চিত্র পাওয়া যায়

ছোটখাট কাজ করেন যাঁরা, তাঁদের অবশ্য এই পরিসংখ্যানে ধরা হয়নি৷ এছাড়া ব্যবসায়ী কিংবা যাঁদের নিজস্ব রেস্তোঁরা রয়েছে, তাঁদেরকেও হিসাবে আনা হয়নি৷ যেসব বিদেশির জার্মানিতে বসবাসের ও কাজের অনুমতি আছে, তাঁদেরকেই শুধু তালিকাভুক্ত করা হয়েছে৷ অর্থাৎ, কাজের অনুমতি নেই এমন সব শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের রাখা হয়েছে হিসাবের বাইরে৷

Junge Arbeitslose als verlorene Generation ?
জার্মানিতে গত জুনে বেকারত্বের হার ছিল ৭ শতাংশ, কিন্তু বিদেশিদের মধ্যে বেকারের হার ছিল ১৪ শতাংশছবি: picture-alliance/dpa

এই পরিসংখ্যানে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও চাকরির বাজারের একটা স্পষ্ট চিত্র পাওয়া যায়, বলেন জার্মান অর্থনৈতিক ইন্সটিটিউটের হলগার শেফার ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে৷ এতে দেখা গেছে, জার্মানদের তুলনায় বিদেশিদের মধ্যে বেকারত্বের হার বেশি, প্রায় দ্বিগুণ৷ এই যেমন, গত জুন মাসে জার্মানিতে বেকারত্বের হার ছিল ৭ শতাংশ৷ কিন্তু বিদেশিদের মধ্যে বেকারের হার ছিল ১৪ শতাংশ৷

মধ্যপ্রাচ্যের মানুষরা বেকারত্বের শিকার

বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীরাই বেকারত্বের কবলে পড়েন৷ যেমন লেবানন, ইরাক, আফগানিস্তানও ইরান থেকে যাঁরা জার্মানিতে এসেছেন৷ হলগার শেফার জানান, এর কারণ এই সব দেশ থেকে আসা মানুষরা কাজ করার উপলক্ষ্যে নিয়ে নয় বরং শরণার্থী হিসাবে জার্মানিতে এসেছেন৷ তাই পেশাগত দিক দিয়ে থিতু হতে তাঁদের অসুবিধা হচ্ছে৷

সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে লক্ষ্য করা যায়, তুর্কি অভিবাসীরাই সবচেয়ে বেশি বেকারত্বের কবলে পড়েন৷ জার্মানদের তুলনায় তুর্কিদের বেকার হওয়ার সম্ভবনা দুই থেকে তিন গুণ৷ পরিসংখ্যানে নেওয়া ৪৬০০০০ তু্র্কির মধ্যে ১৪০০০০ জন বেকার৷

Deutschland Arbeitsmarkt Agentur für Arbeit Köln Ausländer
জার্মানদের তুলনায় তুর্কিদের বেকার হওয়ার সম্ভবনা দুই থেকে তিন গুণছবি: picture-alliance/dpa

অভিবাসীরদের একটা অংশ ভালোই করছে

অবশ্য শিল্পোন্নত দেশগুলি থেকে আসা অভিবাসীদের মধ্যে বেকারের হার তুলনামূলকভাবে অনেক কম৷ যেমন ফ্রান্স, ব্রিটেন ও অ্যামেরিকা থেকে আসা মানুষরা চাকরির বাজারে প্রায় একই রকম সুযোগ-সুবিধা পেয়ে থাকেন৷ এশিয়ানরাও এক্ষেত্রে পিছিয়ে নেই৷

‘‘অভিবাসীদের আর একটি গোষ্ঠীও কাজের বাজারে ভালো করছে৷ আর তারা হলো পোল্যান্ড থেকে আসা লোকজন৷ এদের মধ্যে বেকারত্বের হার জার্মানদের চেয়ে অল্প কিছু বেশি৷ এমনকি রুমানিয়া থেকে আসা অভিবাসীদের মধ্যেও বেকারত্বের হার তেমন বেশি নয়৷ জার্মানদের তুলনায় বরং কিছু কম৷ যদিও এই জনগোষ্ঠী সম্পর্কে একটা নেতিবাচক ধারণা রয়েছে জার্মানিতে৷'' জানান শেফার৷

বিদেশিদের মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার মূল কারণ শিক্ষাগত ঘাটতি৷ তাদের প্রায় এক চতুর্থাংশেরই পেশাগত কোনো ডিগ্রি নেই৷ জার্মানদের মধ্যে এই হারটা আট শতাংশের মতো৷ ‘‘কর্মসংস্থান দপ্তরের পক্ষ থেকে এইসব তরুণের দিকে সুনির্দিষ্টভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে'', বলেন হলগার শেফার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য