1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পী মোবিয়াস

১১ মার্চ ২০১২

চলে গেলেন ফরাসি দেশের প্রখ্যাত মজার ছবি আঁকিয়ে জঁ জিরাড৷ মোবিয়াস নামেই সমধিক পরিচিত ছিলেন এই শিল্পী৷ একাধিক ছবিতে স্টোরিবোর্ডেরও কাজ করেছেন তিনি৷

https://p.dw.com/p/14Iz9
Die Titelseite des mazedonischen Comic-Magazins "Strip Art". Copyright: Suzana Todorovska, Quelle: Sime Nedevski, DW Mazedonisch
কমিক স্ট্রিপ আর্টছবি: Suzana Todorovska

২০১০ সালে কার্তিয়ের ফাউন্ডেশন জঁ জিরাডের একখানা দুরন্ত রেট্রোস্পেকটিভের আয়োজন করেছিল৷ যে রেট্রো থেকে বোঝা গিয়েছিল মোবিয়াসের শিল্পকর্মের ব্যাপ্তি৷ কী না করেছেন এই শিল্পী? দীর্ঘ ৫০ বছর ধরে করে চলা তাঁর কাজের নমুনা দিয়ে শেষ করা দুষ্কর৷ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাপান পর্যন্ত মোবিয়াসের অনুরাগীর সীমাসংখ্যা নেই৷ বিভিন্ন ছদ্মনামে কাজ করতে পছন্দ করতেন তিনি৷ কিন্তু মোবিয়াস নামখানাই সমধিক পরিচিত৷

মজার ছবি বা কমিক আর্ট নিয়ে কাজ করতেন মোবিয়াস৷ কিংবদন্তি স্ট্যান লি-এর সঙ্গে একত্রে বহুদিন কাজ করেছেন৷ তাছাড়া ম্যাগনা শিল্পীদের সঙ্গেও তাঁর বহু শিল্পকর্ম প্রশংসিত হয়েছে৷

সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ছবিতে বেশ কিছু উল্লেখযোগ্য স্টোরিবোর্ডের কাজ করেছেন এই শিল্পী৷ উল্লেখ করা যেতে পারে, অ্যালেন, ট্রন, দি অ্যাবিস কিংবা ফিফ্থ এলিমেন্ট, এই ছবিগুলির নাম৷ নিজের দেশে কমিক স্ট্রিপের কাজে লেফটেন্যান্ট ব্লু বেরি নামের একটি অনবদ্য কার্টুন চরিত্র তৈরি করেছিলেন মোবিয়াস৷ ফরাসি ভাষায় যা এক আদৃত চরিত্র৷ যাকে মানুষ মনে রাখবে৷

প্যারিসে দীর্ঘ রোগভোগের পর ৭৩ বছর বয়সে চলে গেলেন জঁ জিরাড৷ তাঁর সৃজনশীলতা মনে রাখবে আধুনিক প্রজন্মও৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য