1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলছে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ

১৫ ফেব্রুয়ারি ২০১১

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে৷ দিন-রাতের এই খেলায় টসে জিতে ব্যাট করাতে নামে পাকিস্তান৷ বাংলাদেশের এটি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ৷

https://p.dw.com/p/10HIM

তবে পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচ৷ চট্টগ্রামে প্রথম প্রস্তুতি ম্যাচে ক্যানাডার বিপক্ষে ৯ উইকেটে জেতে বাংলাদেশ৷ এদিকে খেলা শুরুর আগে পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচকে হাল্কাভাবে নেওয়া হচ্ছে না৷ বাংলাদেশকে ভালো দল হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, বাংলাদেশ সেমিফাইনালেও উঠতে পারে৷

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময়ে তিনি বলেন,‘‘বিশ্বকাপের আগে প্রস্তুতি বা মূল খেলার মধ্যে কোনো পার্থক্য নেই৷ প্রতিটি খেলার ওপর সমান গুরুত্ব দিচ্ছি আমরা৷ সব খেলাতেই জিততে চাই৷'' বিডিনিউজ টোয়েন্টিফোর এই খবর দিয়েছে৷

এবারের বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের কোনো খেলা নেই৷ তবে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল৷ বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মাঠে নেমেছে পাকিস্তান৷

বাংলাদেশে দল সম্পর্কে ভালো ধারণা পোষণ করে শোয়েব আখতার বলেন, ‘‘আমরা জানি নিউজিল্যান্ডকে হারিয়ে মানসিক দিক দিয়ে ভালো অবস্থায় আছে বাংলাদেশ৷ বেশ কয়েক মাস ধরেই ভালো খেলছে তারা৷ তাই আমার মনে হয় সেমিফাইনালে উঠবে বাংলাদেশ৷''

এদিকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ক্যানাডা-শ্রীলঙ্কা বিশ্ব কাপ ম্যাচের উদ্বোধনী খেলার সব টিকিট বিক্রি হয়ে গেছে৷ শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার এক বিবৃতিতে এই খবর দিয়ে বলেছে, যেখানে খেলা হবে সেই হাম্বানটোলা স্টেডিয়ামের ৩৫ হাজার আসন রয়েছে এবং সব টিকিট বিক্রি হয়ে গেছে৷ টিকিটের দাম ১৫০ শ্রীলঙ্কার টাকা থেকে শুরু হয়েছে এবং সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা৷ খেলাটি অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি৷

বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়৷ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি ঢাকায়৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:সঞ্জীব বর্মন